চন্দ্রযান ৩-এর লাইভ স্ট্রিমিং ছাপিয়েছে ৮ মিলিয়ান, ইসরোকে শুভেচ্ছা জানাল ইউটিউব ইন্ডিয়া

২৩ আগস্ট বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবেই চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত। ইতিহাস গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে পা রেখে ইতিহাস রচনা করেছে ভারত। সেই দৃশ্য দেখে গর্বিত গোটা ভারতবাসী। সেই বিশেষ গর্বিত মুহূর্তটি ইউটিউবের মাধ্যমে স্ট্রিম করেছিল ইসরো সংস্থা। সেই লাইভ ভিডিওটিও রেকর্ড হয়েছিল। ইউটিউবে সারা বিশ্বে ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষের বেশি মানুষ দেখেছেন।

TOPSHOT-INDIA-SPACE-ASTRONOMY-SCIENCE-0_1692830421065_1692830442745_11zon

বৃহস্পতিবার ইউটিউবের প্রধান নীল মোহন X প্ল্য়াটফর্মে ইউটিউবে স্ট্রিমিং রেকর্ড তৈরির বিষয়টি নিয়ে পোস্ট করে ইসরো সংস্থাকে অভিনন্দন জানিয়েছে। তিনি লিখেছেন, ‘এটি দেখা খুব উৎসাহজনক ব্যাপার। ইসরোর গোটা টিমকে অনেক শুভেচ্ছা। ৮ মিলিয়ন ভিউয়ারের সাথে থাকা এটি একটি অসাধারণ বিষয় ছিল।' এই পোস্টের সাথে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই গর্বিত দিনের বিভিন্ন ঘটনার মুহূর্তগুলোকে কোলাজ করে তৈরি করা হয়েছে।

সেইদিন ইসরোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চন্দ্রযান ৩- এর এই অভিযান লাইভ দেখানো হচ্ছিল। সেখানেই ভেঙে গিয়েছিল ভিউয়ার্সের রেকর্ড। এতদিন স্পেনের স্ট্রিমার ইবাইয়ের ৩.৪ মিলিয়ন ভিউয়ার্স বিশ্ব রেকর্ড ছিল। তবে, ইসরোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণের পর সেই রেকর্ড ছিনিয়ে নিয়েছে।

এখন চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে ভারতের চন্দ্রযান ৩। ১৪ দিনের ঘুমের দেশে রয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এবার সেই ঘুম শেষ হবে। সূর্যের আলো চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছলে ফের জেগে উঠবে তারা। ইসরোর তরফ থেকে জানা গিয়েছে যে ২২-এ সেপ্টেম্বরে দু'জনেরই 'ঘুম ভাঙার' কথা রয়েছে। সেই দিনের দিকেই তাকিয়ে রয়েছে ইসরো মহল সহ গোটা বিশ্ব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...