বেসরকারী বিনিয়োগ বাড়াতে ‘হ্যাম মডেল’

রাজ্যে নির্মাণকার্য আরও মসৃণ করতে নয়া পদক্ষেপ রাজ্যের অর্থ দপ্তরের পর্যাপ্ত অর্থের অভাবে পড়ে থাকা সকল নির্মানকাজে বেসরকারি বিনিয়োগটানতে অর্থ দপ্তর তৈরী করল হ্যাম মডেল বা হাইব্রিড অ্যানুয়িটি মডেল প্রসঙ্গত, রাজ্যে পরিকাঠামো গড়তে লাগে প্রচুর অর্থের যোগান যাসবসময় রাজ্যের কোষাগার থেকে দেওয়া সম্ভব হয় না ফলে পড়ে থাকে নির্মাণকাজের পরিকল্পনা  পিপিপি মডেল থাকা সত্বেও তা খুব একটা আকর্ষণ করে না  শিল্পমহলকে তাই যাতে রাজ্যে বেসরকারী সংস্থার বিনিয়োগ বাড়ে সেই জন্য এই বিকল্প পথ তৈরী করেছে রাজ্য সরকার রাজ্য অর্থদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে  এই মডেল অনুযায়ী কোনো নির্মাণকাজের শুরুতে মোট খরচের ৪০ শতাংশ দেবে সরকার আর বাকি ৬০শতাংশের যোগান দেবে কোনো বেসরকারি সংস্থা, যেই অর্থ একটা নির্দিষ্ট  সময়ের মধ্যে সরকারের তরফ থেকে ফেরত দেওয়ার সবরকম ব্যাবস্থাকরা হবে  তাদের মতে এই প্রথা ভবিষ্যতে রাজ্যে পরিকাঠামো গড়তে অনেক বেসরকারী সংস্থা কে আকর্ষণ করবে আর সরকারী কোষাগারের ওপরথেকে চাপ অনেকটাই কমাবে

এটা শেয়ার করতে পারো

...

Loading...