শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

এবার শুরু হয়ে গেল চলতি বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। জানা গিয়েছে আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই মেলা।

জানা গিয়েছে আসন্ন মেলার প্রস্তুতির জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি, পরিবহন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও ছিলেন এডিজি আইনশৃঙ্খলা–সহ দক্ষিণ ২৪ পরগনার জেলাপ্রশাসনের কর্তারাও।

gangasagar-mela-2

সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেলায় ভীড় নিয়ন্ত্রণ, দুর্ঘটনা মোকাবিলা ও সাগরদ্বীপে পরিবহনে এই সমস্ত জায়গায় জিপিএস ট্র্যাকার লাগানো হবে। তাহলে কেন্দ্রীয় কন্ট্রোলরুম থেকে সমস্ত ভেসেল এবং বাসে নজরদারি চালানো যাবে।

এছাড়াও আরও এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হল কুয়াশায় যদি দৃশ্যমানতা কম থাকে, তাহলে ভেসেল যাতে আটকে না যায় সেইজন্য ন্যাভিগেশন লাইটের ব্যাবস্থা করা হবে।

সবাই মনে করছে যে গতবারের তুলনায় চলতি বছরের মেলায় পূণ্যার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে। তাই সুত্রের খবর প্রশাসন চায় শুরু থেকেই পিলগ্রিম ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজে লাগতে।  

এছাড়া জানা গিয়েছে যে বাবুঘাট সহ সব প্রান্ত থেকে সাগরযাত্রীদের জন্য ব্যবহৃত সরকারি ও বেসরকারি গণপরিবহনে ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। কড়া নজরদারি রাখার জন্য চালু করা হচ্ছে মেগা কন্ট্রোলরুমও।

গতবার মেলার সমস্তরকম প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য রাজ্য প্রশাসন আশা করছেন এই বারেও তিনি আসতে পারেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...