মহিলাদের অন্তরঙ্গ স্বাস্থ্যবিধি সুরক্ষার জন্য নির্ভরযোগ্য নাম ‘VinzBerry’

মহিলাদের অন্তরঙ্গ স্বাস্থ্যবিধি সুরক্ষার জন্য নির্ভরযোগ্য নাম ‘VinzBerry’। মহিলাদের দৈনন্দিন স্বাস্থ্য চিন্তা থেকে মুক্তি দিতে এই প্রতিষ্ঠান একাধিক উদ্যোগ নিয়েছে। কীভাবে যাত্রা শুরু করেছিল ভিনজবেরি, সংস্থার আগামী লক্ষ্য কী, জানালেন প্রতিষ্ঠাতা বিনিতা আগরওয়াল

মহিলাদের জন্য নিজের যত্ন বিলাসিতা নয়, এটি প্রয়োজন। স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজের খেয়াল রাখতে হবে। সেই লক্ষ্যেই ভিনজবেরি সংস্থার জন্ম। সংস্থার প্রতিষ্ঠাতা ও কর্ণধার বিনীতা আগরওয়াল জানিয়েছেন, এই সংস্থা শুধুমাত্র মহিলাদের সেলফ কেয়ার নয় তার সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তার দিকটিও দেখে। সংস্থার উৎপাদিত পণ্যের মূল দিকও এটাই। অনেকদিন আগেই যাত্রা শুরু করে সংস্থা। প্রোডাক্ট বাজারে আসে দু' বছর আগে। কীভাবে যাত্রা শুরু করল ভিনজবেরি?

বিনীতা আগরওয়াল সেই কাহিনি বলতে গিয়ে যা বলেন তা আসলে এক উত্তরণের কাহিনি।

গোঁড়া মাড়ওয়াড়ি পরিবারে জন্ম তাঁর। সেই পরিবারে তিনিই প্রথম কলেজ পেরিয়ে চ্যাটায়ার্ড একাউন্টেড হিসেবে কেরিয়ার শুরু করেন। এক কন্সালটিং ফার্মে যোগ দেন। কলকাতা, মুম্বাইতে অফিসও আছে। যদিও  আঠারো বছর বয়সেই বিয়ে হয়ে যায়। তাঁর উচ্চশিক্ষা পুরোটাই বিবাহ পরবর্তী। সেই পথে বাধা কম আসেনি। কিন্তু নিজের লক্ষ্যে স্থির ছিলেন তিনি। পড়াশোনা হোক বা ব্যবসা সবেতেই। চলার কথার সব কাঁটা হারিয়ে গিয়েছে সাফল্যে।

 বিধিনিষেধের বেড়া, ভয়, সংশয়, হাজার এক চাপ আর কঠিন পরিস্থিতি মহিলাদের চলার পথকে রুদ্ধ করে। সেই জায়গা থেকেই তিনি মহিলাদের জন্য নতুন পথ গড়ার দায়িত্ব নেন। স্বাস্থ্য ও অন্তরঙ্গ স্বাস্থ্যবিধি সঙ্গে সঙ্গে কর্ম সংস্থান সৃষ্টির উপায়ও তৈরি করলেন তিনি। এভাবেই জন্ম নিল বিনীতা আগরওয়ালের স্বপ্নের সংস্থা 'ভিনজ বেরি'।

অতিমারীর সময়ে সবাই যখন ঘরে বন্ধ তখনই কাজ শুরু হয়। এই সংস্থার প্রতিটি পণ্যের গায়েই বড় বড় হরফে লেখা 'PAUSE'। আজকের দিনে নারী পুরুষ নির্বিশেষে সকলের জীবন প্রায় চড়াই উৎরাই-এ ভরা। কিন্তু সেই চাপের মাত্রা মহিলাদের জন্য একটু হলেই বেশি। কারণ তাদের ঘরে-বাইরে সামলাতে হয়। সম্পর্ক, মাতৃত্ব সব ক্ষেত্রেই তাদের ভাগে চাপ পড়ে বেশি। নিজের ইচ্ছে তারা সব চেয়ে কম গুরুত্ব দেয়। সবার প্রতি কর্তব্য সামলে তবেই নিজের দিকে তাকাবার ফুরসৎ পায় তারা। কিন্তু সারাদিনে নিজের জন্য সময় রাখা জরুরি। নিজের প্ৰিয় জিনিস, ইচ্ছের যত্ন নেওয়া উচিত।নিজের কেয়াররে জন্য জীবনে একটু 'PAUSE' নেওয়া জরুরি। মহিলাদের সেই রিলিফের জায়গাটাই করে দেয়  'Vinzberry '

এটা শেয়ার করতে পারো

...

Loading...