স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে বড় খবর! এবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের সিলেবাস বদলাচ্ছে

প্রায় দশ বছর কেটে গিয়েছে! এতগুলো বছর পর বদল আসতে চলেছে উচ্চ-মাধ্যমিকের সিলেবাসে। তবে, এই খবরটি এসেছিল গত বছরের ডিসেম্বর মাসে।

এবার পালা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীদের। প্রায় ১২ বছর পর ফের সিলেবাস বদলাতে চলেছে তাঁদের। তবে, এই সিলেবাস বদল হবে শুধুমাত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত।

কিন্তু হঠাৎ কেন এই সিলেবাস বদল? জানা গিয়েছে যে মূলত ভিত পড়ুয়াদের ভিতকে আরও শক্ত করে গড়তে এবং বাস্তবমুখী শিক্ষা দেওয়ার জন্যই এই সিলেবাস বদলের সিদ্ধান্ত, এমনটাই জানা গিয়েছে। রাজ্য সরকার চলতি বছরের জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির চেষ্টা করছে।

জানা গিয়েছে যে এই সিলেবাস বিশিষ্টদের মতামতের ওপর ভিত্তি করেই বদল হবে। এছাড়া এই সিলেবাস বিষয়ে সমস্ত রকম পরামর্শ নেওয়া হবে অমর্ত্য সেন-সহ বহু বিশিষ্টদের কাছ থেকে যাতে পড়ুয়ারা সঠিক বাস্তবমুখী শিক্ষা পায়। এই শিক্ষার ওপরেই ভিত্তি করবে নতুন প্রজন্মের ভবিষ্যৎ।

এই সিলেবাস বদলের বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তারা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন এবং বলেছেন কোন কোন জায়গায় পরিবর্তনের প্রয়োজন তাঁরা যেন সে বিষয়ে মতামত দেন।

এখনও পর্যন্ত কোন বিষয়ে কিংবা কি কি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে তা প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, দশ বছর পর উচ্চ-মাধ্যমিকের সিলেবাসে বদল আসতে চলেছে। জানা গিয়েছে যে নতুন শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে উচ্চ-মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের পরিকল্পনা করছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ।

এই নিয়ে রাজ্যের কাছে প্রস্তাব পাঠাচ্ছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়া জানা গিয়েছে যে ৪৭টি বিষয়ে সিলেবাস পরিবর্তন করতে চায় উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...