শ্যুটিং ফ্লোরে স্ট্রোক হয় মিঠুনের, কিন্তু সেই খবর ভুয়ো! তাহলে কি হয়েছে তাঁর?

শনিবার সকাল ১০টা নাগাদ হঠাৎ এক দুঃসংবাদ ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। গোটা সোশ্যাল মিডিয়ায় শোনা যায় যে আচমকা অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। হঠাৎ কি হল তাঁর?

সুত্র থেকে জানা গিয়েছে যে শ্যুটিং ফ্লোরেই বুকে ব্যাথা অনুভব করেন মিঠুন। জানা যায় তাঁর একটি স্ট্রোক হয়। তারপর তড়িঘড়ি তাঁকে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং প্রাথমিক ভাবে এমআরআই করা হয়েছে।

গত জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং। জানা যায় যে এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় একসাথে ফিরছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি।

2-2_6371fa9a733f8

অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। শনিবার শ্যুটিং ফ্লোরে বিপদ ঘটতেই নাকি তিনি এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান মিঠুনকে। কিন্তু এই সব ঘটনাই নাকি ভুয়ো! হ্যাঁ ঠিকই শুনছেন। এমনটাই জানিয়েছেন অভিনেতা মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা। তিনি সমস্ত খবরকে সংবাদমাধ্যমে ভুয়ো বলে উড়িয়ে দেন।

তিনি বলেছেন যে “বুকে ব্যাথা— এই সব ভুল কথা, রুটিন-চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।“ তবে, এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং শোনা যাচ্ছে অভিনেতার অবস্থা স্থিতিশীল।

গত বছর মিঠুনের ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রচুর প্রশংসা কুড়োয় দর্শকদের কাছ থেকে। এবার রয়েছেন সোহমের ‘শাস্ত্রী’ ছবিতে।

মিঠুন ছাড়াও ছবিতে রয়েছে এক ঝাঁক তারকা। সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। এছাড়া এই ছবির প্রযোজক, সোহম নিজের জন্যও রেখেছেন একটি চরিত্র। ছবির শুটিং শুরুর আগে সংবাদমাধ্যমকে এই ছবির বিষয়ে জানিয়েছেন যে যে বড় ছবির জন্য কাস্টিংয়ে কোনও খামতি রাখতে চাননি তিনি। তাই ইন্ডাস্ট্রির সেরা কলাকুশলীদের নেওয়ার চেষ্টা করেছেন। কারণ, প্রযোজনা সংস্থা হিসেবে সামনে আসতে হলে, তিনি জানি এগুলো প্রয়োজন।

দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। জানা যাচ্ছে যে সব ঠিকভাবে এগলেই চলতি বছর পুজোয় মুক্তি পাবে পথিকৃৎ বসু পরিচালিত ও সোহম চক্রবর্তীর প্রযোজিত ‘শাস্ত্রী’।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...