‘দিদি নম্বর ১’ খেললেন বাংলার মুখ্যমন্ত্রী, সকলের সাথে কতটা মজা করলেন তিনি?

বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে, বাংলার পাশাপাশি ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও বহু কাজ করেছেন তিনি। বর্তমানে বড় পর্দা হোক কিংবা ছোট পর্দাতে না থাকলেও, জি বাংলার রিয়্যালিটি গেম শো ‘দিদি নম্বর ১’-এর ‘দিদি’ তিনি। এবার সেখানেই অংশ নিলেন বাংলার ‘দিদি’। অর্থাৎ ‘দিদি নম্বর ১’ খেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত বুধবার অর্থাৎ ২১ ফেব্রুয়ারি হল এই বিশেষ পর্বের শ্যুটিং। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হয়েছে 'দিদি নম্বর ১'-এর এই বিশেষ শ্যুট। জানা গিয়েছে যে এদিন বেলা ১২টা নাগাদ ফ্লোরে পৌঁছান মমতা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলেছে সেই পর্বের শ্যুটিং। শ্যুটিং ফ্লোর থেকে শুরু করে গোটা এলাকায় প্রায় কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছিল এইদিন।

image_2024_02_23T09_10_56_778Z

শুটিং শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে জানালেন নিজের অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন যে শুটিং ভালো হয়েছে। জনপ্রিয় টেলি শো-য় অংশ নিয়ে বেশ খুশি মুখ্যমন্ত্রী। তবে, টলিপাড়ার সূত্রে জানা গিয়েছে যে এদিন 'প্রতিযোগী' হিসেবে নয়, 'বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং প্রতিযোগী তালিকায়  ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া জানা গিয়েছে যে সামনেই আন্তর্জাতিক নারী দিবস। এদিনই সম্প্রচারিত হতে পারে এই বিশেষ পর্বটি।  

কিন্তু শ্যুটিং ফ্লোরে একসাথে সবাই মিলে কিরকম মজা করলেন তাঁরা? 

ইন্ডাস্ট্রির সূত্রে আরও জানা গিয়েছে যে এদিন শ্যুটিং-এর আগেই মমতা রচনাকে জানিয়ে দিয়েছিলেন, তিনি রুটি বেলা সংক্রান্ত কোনও খেলা খেলতে পারবেন না। অবশ্য সঞ্চালিকা রচনার অনুরোধে শুটিং শেষে মুখ্যমন্ত্রী রুটি বেলে দেখান তিনি। তবে, নাচ-গান-কবিতা নিয়ে পারফর্ম করতে পারবেন। রুটি বেলা রাউন্ডে অংশ নিয়েছিলেন ডোনা-অরুন্ধতী ও শ্রীরাধা। সেখানে জয়ী হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর বেলা রুটি এদিন নাকি গোলাকৃতিতে শ্রেষ্ঠ হয়েছে।  

আরও জানা গিয়েছে যে এদিন মুখ্যমন্ত্রী তাঁর শৈশব থেকে বর্তমান সময়ের জীবনের নানা গল্প শুনিয়েছেন সকলকে। রাজ্যে মহিলাদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প প্রসঙ্গেও তিনি বলেছেন। শোনা যাচ্ছে এদিনের পর্বে পলাশ ফুলের ছবি আঁকেন মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি গান গেয়েছেন। অন্যদিকে, তাঁর লেখা এবং সুর-দেওয়া গান গেয়ে শোনান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এই পর্বে ‘দিদি নম্বর ১’ জয়ী কে হয়েছেন। তা এখনও জানা যায়নি। সকলেই অপেক্ষায় রয়েছেন এই পর্বের টেলিকাস্ট নিয়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...