‘উইমেন্স প্রিমিয়ার লিগ’-এর দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে বড় চমক! থাকছেন বলিউডের কিং খান শাহরুখ

শাহরুখ ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। কিন্তু কেন? কি করলেন বলিউডের বাদশা? ‘উইমেন্স প্রিমিয়ার লিগ’-এর দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে, সেখানে শুধু এসআরকে নন, একাধিক বলিউড তারকাকে দেখা যাবে প্রথমদিনের অনুষ্ঠানে।

চলতি বছরের ‘উইমেন্স প্রিমিয়ার লিগ’-এর দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান বসতে চলেছে চাঁদের হাট। গত বুধবার WPL-এর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে যে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের   তারকা পারফর্মার হিসেবে বেছে নেওয়া হয়েছে বলিউডের কিং খানকে।

WPL-এর এক্স হ্যান্ডলে পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘তৈরি হয়ে নাও বন্ধুরা, কারণ ক্রিকেট কা ক্যুইনডম উদযাপন করতে উপস্থিত থাকবেন শাহরুখ খান।’ টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাওয়া যাবে জিও সিনেমায়। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে লাইভ টেলিকাস্ট হবে এদিনের অনুষ্ঠান, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। 

1678265221_1-39_11zon_11zon

জানা গিয়েছে যে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত। এছাড়া জানা গিয়েছে যে প্রথম ম্যাচ হবে গত বছরের দুই ফাইনালিস্ট দলকে নিয়ে, অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

প্রথম ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবারের খেলা শুধুমাত্র বেঙ্গালুরু ও দিল্লিতেই হবে। এছাড়া নয়াদিল্লিতে হবে ফাইনাল ম্যাচ, অর্থাৎ ১৭ মার্চ হবে সেই খেলাটি। অন্যদিকে এলিমিনেটর ম্যাচ খেলা হবে ১৫ মার্চ। আরও জানা গিয়েছে যে এই বছরের প্রত্যেক ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭টা থেকে।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকতে চলেছেন শাহিদ কপূর, কার্তিক আরিয়ান, বরুণ ধবন এবং টাইগার শ্রফ।   

জানা গিয়েছে যে গত বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে মুম্বই ও নভি মুম্বইয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরশুম অনুষ্ঠিত হয়েছিল। এই বছর সেই দায়িত্ব নিয়েছে নয়াদিল্লি ও বেঙ্গালুরু। দেখা যাচ্ছে যে পাঁচটি দল অর্থাৎ ইউপি ওয়ারিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাত জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স একেবারে তৈরি নিজেদের সেরাটা দেখানোর জন্য।

WPL-এর ম্যাচের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও উত্তেজিত অনুরাগীরা। তবে, এবারের খেলায় কোন দলের হাতে ট্রফি উঠবে কিংবা কে পাবে সেরার শিরোপা, সেটারও অপেক্ষায় রয়েছে সমস্ত দর্শকেরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...