Upcoming Bengali Movie: মুক্তি পেল সৌভিক দে পরিচালিত ‘ব্রহ্মার্জুন’ সিনেমার অফিসিয়াল টিজার

মুক্তি পেল সৌভিক দে পরিচালিত ‘ব্রহ্মার্জুন’ সিনেমার অফিসিয়াল টিজার। এই ছবির প্রেক্ষাপটে রয়েছে ঝাড়খণ্ডের মাদক পাচারচক্র –র অন্ধকার দুনিয়া। বিরোধী গোষ্ঠীর লড়াই থেকে সম্পর্কের চড়াই-উতরাই নিয়ে তৈরি হয়েছে এই সিনেমার কাহিনি।

Loading...
ভিডিও দেখুন