স্কুলে যৌননিগ্রহের হাত থেকে মুক্তি পাবেন কিভাবে?

শহরের স্কুলে শিশুরা একের পর এক যৌন নিগ্রহের শিকার হছে|এমন অভিযোগে রীতিমত উত্তাল আন্দোলনে সামিল হয়েছে অভিভাবকেরা|কম বয়সে যৌন বা শারীরিক নিগ্রহের শিকার হলে মারাত্মক “ট্রমা” হতে পারে শিশুমনে|এমনকি তা বেশি বয়সে মনোরোগের কারণ হয়ে ওঠে|মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রাম জানিয়েছেন, কম বয়সে শিশুরা যদি যৌন নির্যাতনের শিকার হয়, তাহলে তার প্রভাব মারাত্মক হতে পারে| চিকিত্সক রামের কথায়,যৌন নিগ্রহের শিকার হলে অল্প বয়স থেকেই অবসাদগ্রস্থ হয়ে ওঠে শিশুমন| যাদের ওপর ভরসা করে সেই বড়রা যদি এমন আচরণ করে তাহলে বড়দের ওপর ভরসা হারিয়ে ফেলে শিশুরা| এমনকি কেউ কেউ ছোটবেলায় যৌন নিগ্রহের শিকার হওয়ায়, বড় হয়ে অন্যদের যৌন নিগ্রহ করতে শুরু করে|তাছাড়া সমাজে নিজেকে লজ্জিত মনে করে অনকেই আত্মহত্যার পথ বেছে নেয়|

এই বিষয়ে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি-র অধিকর্তা প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, বড়দের কাছ থেকে যৌন নগ্রহের পাশাপাশি শরীরে আঘাতও মনোরোগের কারণ হয়ে উঠতে পারে| এই সব ক্ষেত্রে সঠিক অভিভাবকের খুব প্রয়োজন হয়|

আপনার শিশু যাতে এরকম নিগ্রহের শিকার না হয় তার জন্য কি করবেন? শিশুমনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রাম জানিয়েছেন, সচেতন হওয়াটাই সবথেকে বড় উপায়|শিশুক শেখাতে হবে কোন স্পর্শ ভালো আর কোন স্পর্শ খারাপ|কেউ যদি শিশুর শরীরে খারাপভাবে স্পর্শ করে তাহলে তা যেন সে অভিভাবকদের জানায়|আর বিশেষভাবে শিশুকে সচেতন করা উচিত যে কেউ যদি বাবা মাকে না জানিয়ে কোনো খেলা করার প্রস্তাব দেয়, তাহলে শিশু যেন রাজি না হয়|

You can share this post!

...

Loading...