বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার অকালপ্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ। হৃদযন্ত্র বিকল হয়ে মাত্র ৪২ বছর বয়সে মুম্বইয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 'কাঁটা লাগা' খ্যাত এই অভিনেত্রী একসময় বিগ বস, নাচ বালিয়ে সহ একাধিক শো-তে অংশ নিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজে (Jesus College) বেজে উঠল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের চিরন্তন ছন্দ। ইতিহাস গড়লেন জনপ্রিয় ওডিশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। গত ১৪ জুন তিনি কেমব্রিজে আয়োজন করলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ওয়ার্কশপ।