এই সিনেমা এক ক্রাইম ড্রামা। কিন্তু তার মাঝেও সায়েন্স ফিকশনের ছোঁয়া পাবে দর্শক। গল্পের মুখ্য চরিত্র ধ্রুব নানা জটিল সমস্যায় জড়িয়ে পরে।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে গেরুয়া বস্ত্র পরে গঙ্গাস্নান করে উঠছেন বিজয়। নায়কের গলায় রুদ্রাক্ষের মালা। মায়ের সঙ্গে জোড়হাতে সূর্যপ্রণাম করছেন তিনি।