New Web series: ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন সোহিনী গুহরায়, কোন সিরিজে দেখা যাবে তাঁকে?

ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহরায়। পরিচালক রাজদীপ ঘোষের নতুন ওয়েব সিরিজ ‘@ফলোয়ার্স’ –এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রকাশ্যে এসেছে সেই সিরিজের চরিত্রদের ফার্স্ট লুক।

TRP List: আইনি প্যাচে বাজিমাত করল ‘গীতা এলএলবি’, কোন সিরিয়াল কত নম্বরে?

এই সপ্তাহে জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’কে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে স্টার জলসার ‘গীতা এলএলবি’। অ্যাডভোকেট গীতার শত্রু দমনের নীতিতে মজে আছে বাঙালি সিরিয়ালপ্রেমী দর্শক।

Loading...