“আমার মন মানে না” গানটি এক অপেক্ষার গান। এই মিউজিক ভিডিওতেও এক অপেক্ষার স্বাদ পাবেন শ্রোতারা। এ এক নারীর গল্প, যে শত অত্যাচার সয়েও নিজের প্রিয় মানুষটির অপেক্ষায় বছরের পর বছর বিরহে কাটায়। কিন্তু শেষ অবধি অপেক্ষার অবসান হলেও সামাজিক বাধা পেরিয়ে তারা একে অপরকে কাছে পায়না।
১৯৭৬ সালে বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন মহাগুরু। কিন্তু পরবর্তীকালে বলিউড ইন্ড্রাস্টিতে নিজের অভিনয় দক্ষতাকে সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠা করেন তিনি।