জি বাংলার পর্দায় এবারের মহালয়া 'নবপত্রিকায় দেবীবরণ' - কে হতে চলেছে মা দুর্গা?

পুজো তো এসেই গেল। আর তো মোটে ক’টা দিন। শুরু হয়ে গিয়েছে পুজোর সমস্ত রকম প্যান্ডেলের কাজ, কেনাকাটি। তবে, পুজোর আগেই আসে মহালয়া। ছোটবেলা থেকেই ভোর ৪টে বাজলেই রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শোনাটা একটা প্রথা।

অন্যদিকে, অনেকেই আবার মা দুর্গাকে টিভিতে দেখতে পছন্দ করে। মহালয়ার দিনেই, বিভিন্ন চ্যানেলে ভোর ৫টা থেকে শুরু হয় ‘মহিষাসুরমর্দিনী’ পর্ব। সেখানে বিভিন্ন টেলি তারকা, অভিনেত্রীরা দেব-দেবীর রুপে এই বিশেষ পর্বটির সূচনা করে। 

প্রতিবছর কে কোন রুপে অভিনয় করবে, সেটা আমরা আগেই জেনে যাই। জি বাংলায় জোর কদমে চলছে মহালয়ার বিশেষ প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি। এবারের বিশেষ আকর্ষণ কী? কে হবে এবারের মা দুর্গা? কেমন হচ্ছে মহালয়ার শ্যুটিং? সবকিছুই ধরা পড়ল জিয়ো বাংলার পর্দায়। 

এবারে ‘মুকুট’ ধারাবাহিকের নায়িকা শ্রাবণী ভুঁইয়া অভিনয় করবেন ‘চামুণ্ডা’ রুপে। ‘মোহিনী’-র রুপে রয়েছে ‘পিলু’ ধারাবাহিকের পিলু অর্থাৎ মেঘা দাঁ।

maxresdefaultwewe

গানের প্রস্তুতিও চলছে একসাথে। এবারের মহালয়ায় রুপালী দির পরিচালনায় ২টো গান গেয়েছেন অস্মিতা কর। সারেগামাপা-র গায়িকা শুভশ্রী ‘দেবসেনা’র চরিত্রে গান গেয়েছেন। গায়ক অরিত্র ও সুপ্রতীম রুপালী দির পরিচালনায় গান গেয়েছেন। জনপ্রিয় গায়িকা মেখলা দাসগুপ্ত জানিয়েছেন, “গানের দিক থেকেও এবং অভিনয়ের দিক থেকেও আপনারা দেখবেন যে এবারের মহালয়া অন্যবারের মহালয়া থেকে একটু আলাদা।“ এবারের মহালয়াতে গায়িকা অদিতি মুন্সীর কণ্ঠে বহু গান শুনতে পাওয়া যাবে।

জনপ্রিয় ও সকলের প্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়াকে পার্বতীর চরিত্রে দেখা যাবে। এছাড়াও তিনি আরও ৩টে চরিত্রে অভিনয় করবেন- মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাকালী।

ফুলকি ধারাবাহিকের রোহিত অর্থাৎ অভিষেক বোস অভিনয় করতে চলেছেন মহাদেব শিবের চরিত্রে। তিনি বলেছেন, “মহাদেবের চরিত্রে অভিনয় করছি। আমি নিজে শিবের খুব বড় ভক্ত। বাড়ির সবাই খুব শিবভক্ত। তারপর এই চরিত্রে আমাকে অভিনয় করতে দেওয়া হয়, আমি খুবই সৌভাগ্যবান মনে করছি। আমি চেষ্টা করছি যথাসম্ভব অভিনয়টি করার।”

বহু জানা অজানা সংগীত শিল্পী গান গেয়ে পর্বটিকে মাতিয়ে তুলেছে। সকলের প্রিয় সারেগামাপার বিজয়ী অঙ্কিতাও রয়েছেন এবারের মহালয়ার গানের শিল্পীদের মধ্যে। শুটিং-এর মধ্যে শোনা যাচ্ছে সেই অপূর্ব চণ্ডীপাঠ।  

মা লক্ষ্মীর রুপে অভিনয় করেছেন ফুলকি ধারাবাহিকের ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডল। অনেক খুদেরাও অভিনয় করেছেন এই মহালয়া পর্বে। সকলের প্রিয় মানালি রয়েছে দেবীর রুপে। অভিনেত্রী শ্রুতি দাস রয়েছেন দেবী কালীর রুপে। এবারে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য শিবের অংশ, শিবার চরিত্রে অভিনয় করেছেন। জানা গিয়েছেন তিনি এই পর্বতে একটা নাচের পার্ফরমেন্সও করেছেন।

গায়িকা জয়তী চক্রবর্তী এবারে থাকছেন জি বাংলার সাথে। তিনি বলেছেন, “আমার সুযোগ হয়েছে অনেকদিন পরে জি বাংলার সাথে মহালয়ায় গান করার। এবারের ৫টার সময় মহালয়া শুরুই হবে আমার গান দিয়ে।” রয়েছেন ইমন চক্রবর্তীও। তিনি বলেছেন, “যখন ছোটবেলায় দুরদর্শনে মহালয়া দেখতাম, আমারও মনে হত কখনো যদি আমার গান থাকতো। জি বাংলা সেই সুযোগটা করে দিয়েছে প্রত্যেকবছর। অনেক ধন্যবাদ জি বাংলাকে।”

আগের বছরের মতন এবারের মহালয়াতেও মহিষাসুরের রুপে অভিনয় করবেন অর্নব। তবে মা দুর্গার রুপে কে রয়েছেন? জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী' থেকে জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করে অঙ্কিতা মল্লিক। এবছরের মহালয়াতে তিনি অভিনয় করতে চলেছেন মা দুর্গার ওরফে মহিষাসুর মর্দিনীর রুপে।

এবারে মহালয়া পড়েছে ১৪-ই অক্টবর। গানে- অভিনয়ে একেবারে মেতে উঠেছে জি বাংলার এবছরের মহালয়ার সেট। জমে উঠেছে শুটিং পর্ব। এবারের মহালয়া পর্বের নাম হল, 'নবপত্রিকায় দেবীবরণ'। কেমন হবে সেটা দেখতেই হবে। মহালয়ার পূর্ণ লগ্নে ভোর ৫টায় জি বাংলার পর্দায় দেখানো হবে এই পর্বটি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...