ক্যান্সারের অন্যতম প্রধান কারণগুলির মধ্যে একটি ব্রেন টিউমার। প্রতিদিন সারা বিশ্বে প্রায় পাঁচশোটিরও বেশি ব্রেন টিউমারের কেস ধরা পড়ে। ব্রেন টিউমার নিয়ে সতর্ক করতেই প্রতি বছর ৮ জুন 'বিশ্ব ব্রেন টিউমার দিবস' পালন করা হয়। আজ এই বিশেষ দিনে ব্রেন টিউমারের চিকিৎসা সম্পর্কে জানিয়েছেন নিউরোসার্জন ডাঃ রাজন কুমার।
ডাঃ রাজন কুমার বলেছেন, আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে সেলগুলি অস্বাভাবিক ভাবে বেড়ে ওঠার ফলে ব্রেন টিউমার দেখা দিতে পারে। ব্রেন টিউমার দুই ধরনের হয়, একটি হল বিনাইন টিউমার আর অন্যটি ম্যালিগন্যান্ট টিউমার। ব্রেন টিউমারের সবচেয়ে বড় লক্ষণ হল মাথা ব্যথা। আর মাথা ব্যথার পাশাপাশি বমি পাবে। এছাড়াও শরীরের কোন অংশ দূর্বল হয়ে যাবে, কথা বলার সময় সমস্যা হবে, লেখার সময় সমস্যা দেখা দেবে। এই ধরনের কোনও সমস্যা দেখা দিলে অবশ্যই নিউরোসার্জন বা নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে।
ব্রেন টিউমার আছে কি না তা জানার জন্য ক্লিনিক্যাল এগজ্যামিনেশন করা খুব জরুরি। তারপর সিটি স্ক্যান, এমআরআই করতে হবে। তাহলেই ব্রেন টিউমার আছে কি না তা জানা যাবে। অনেক সময় বিনাইন টিউমার ক্যান্সারে পরিণত হতে পারে। বিনাইন টিউমার ও ম্যালিগন্যান্ট টিউমারের লক্ষণগুলি প্রায় একই রকমের।
তবে সার্জারি ছাড়াও অনেক সময় সিটি স্ক্যান ও এমআরআই-এর পর কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপির মাধ্যমেও ব্রেন টিউমারের চিকিৎসা করা হয়। তবে বর্তমান সময় ইমিউনো থেরাপির মাধ্যমেও এই সমস্যার চিকিৎসা হচ্ছে। কিন্তু ক্যান্সার ছড়িয়ে গেলে সার্জারি করাই জরুরি।