উত্তর হাওড়ার কোথায় অবস্থিত জাগ্রত বঙ্গেশর শিবের মন্দির?

দেবাদিদেব মহাদেবকে অনেক পৌরাণিক কথা রয়েছে। এই দুনিয়া সৃষ্টি করেছে স্বয়ং শিব। প্রেম থেকে প্রলয় সবেতেই শিবের মহিমা বিরাজমান।

সাড়া দেশ জুড়েই বহু মন্দির রয়েছে মহাদেবের। আর তারই মধ্যে অন্যতম জাগ্রত শিব হল বঙ্গেশ্বর শিব। হাওড়ায় রয়েছে এই শিবের এক মন্দির। নাম ‘বঙ্গেশ্বর মন্দির’। স্থানীয় বাসিন্দারা এই মন্দিরকে শেট বংশীধর জালান স্মৃতি মন্দির নামেও চেনেন।

এই মন্দিরটি উত্তর হাওড়ার সালকিয়া এলাকায় বাঁধাঘাটের সামনেই অবস্থিত।

১৯৫৩ সালের ১২ ফেব্রুয়ারী ছিল মহাশিবরাত্রি রাত। এদিনই প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি।

এই মন্দিরের মূল আকর্ষণ হল ৫১ ফুটের শিব মন্দির। গঙ্গার পাড়েই তৈরী এই মুর্তিটি। এক ঝলক দেখলেই মনে হয় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে স্বয়ং মহাদেব রক্ষা করছে তাঁর ভক্তদের। শুধু এই নয়। এই শিব মূর্তিতেই রয়েছে আরও চমক। সাধারণত আমরা মহাদেবকে এক মাথায় দেখেছি কিন্তু এই মূর্তিতে চার মাথা বিশিষ্ট ৫১ ফুটের মহাদেব।

এছাড়া আরও একটি মূল আকর্ষণ রয়েছে এই মন্দিরে। সেটি হল এই মন্দিরে শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের আদলে এখানে ১২টি মন্দির রয়েছে। কথিত আছে ভূ ভারতে যে কটা জ্যোতির্লিঙ্গ শিব মন্দির রয়েছে সেখানে স্বয়ং শিব জ্যোতি রূপে বিরাজমান।

দেশে ১২টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলি হল—১. রামেশ্বরম, তামিলনাড়ুতে অবস্থিত, ২. ওমকারেশ্বর, মধ্যপ্রদেশে অবস্থিত, ৩. সোমনাথ, গুজরাতে অবস্থিত, ৪. মল্লিকার্জুন, অন্ধ্র প্রদেশে অবস্থিত, ৫. মহাকালেশ্বর, উজ্জইন মধ্যপ্রদেশে অবস্থিত, ৬. কেদারনাথ, উত্তরাখণ্ডে অবস্থিত, ৭. ভীমাশঙ্কর, মহারাষ্ট্রে অবস্থিত, ৮, বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ, বেনারসে অবস্থিত, ৯. ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রে অবস্থিত, ১০. বৈদ্যনাথ ধাম, দেওঘর ঝাড়খণ্ড, ১১. নাগেশ্বর, গুজরাতে অবস্থিত এবং ১২. ঘূষমেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত। বঙ্গেশ্বর মন্দিরে এই সমস্ত জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলি রয়েছে।

এই মন্দির অনেক বড় এলাকা জুড়ে তৈরী। এখানে মা গঙ্গার সুন্দর মূর্তি রয়েছে এবং নানান সুন্দর মূর্তি রয়েছে মন্দির প্রাঙ্গণে। এখানে যে কেউ এলেই তাঁর মন শান্ত হয়ে যাবে। শান্ত পরিবেশের সামনে এলেই মন ভোরে যাবে সবার।

যেহেতু এই মন্দিরটি শিবরাত্রির দিন প্রতিষ্ঠা করা হয়েছিল তাই প্রতি বছর শিবরাত্রির দিন এখানে অসমভব সুন্দরভাবে পালিত হয় শিবরাত্রি।

এই মন্দিরটি ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

কিভাবে আসবেন এই মন্দির? কলকাতা থেকে আসতে হলে শোভাবাজার ঘাট কিংবা হাওড়া থেকে এলে হাওড়া ঘাট থেকে লঞ্চে করে বাঁধাঘাটে নামতে হবে। সেখান থেকে পায় হেঁটে আসলেই চোখে পড়বে এই মন্দির।

এটা শেয়ার করতে পারো

...

Loading...