নাক থেকে রক্তক্ষরণের সমস্যা কেন হয়?

নাক থেকে রক্তক্ষরণের সমস্যা বা নোজ ব্লিডিং কেন হয়? রক্তপাত বন্ধ করার তাৎক্ষণিক উপায় কী? রক্তক্ষরণের সমস্যায় কীভাবে আগাম সতর্কতা নেবেন? এই সমস্যার চিকিৎসা কী? পরামর্শ দিলেন ইএনটি বিশেষজ্ঞ ডাঃ দেবজ্যোতি দাস (Dr Debajyoti Das, Consultant ENT)

নাক থেকে রক্তক্ষরণ চেনা সমস্যা। ছোট থেকে বড় যে কোনও বয়সে এই সমস্যা আসতে পারে। তবে শুধুমাত্র গরম নয়, এই সমস্যার নেপথ্যে আছে একাধিক কারণ।

নাক থেকে হঠাৎ রক্ত পড়ে কেন?

ডাঃ দেবজ্যোতি দাস জানিয়েছেন, নাক থেকে রক্ত পড়ার সমস্যা শীতকালে বেশি হয়। শীতের তীব্র রোদে নাক থেকে রক্তপাত হতে পারে। শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়েরই এই সমস্যা হতে পারে। শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ সময় নাকে নখের আঘাত লেগে রক্তপাত হয়। দীর্ঘ দিন ধরে এই নাকে নখের আঘাত লাগতে লাগতে নোজ আলসার পর্যন্ত হয়। নাকের সেপ্টামে ঘা হয়। সেই থেকে রক্তপাত হতে পারে।

১০-১৫দিন অন্তর অন্তরও হতে পারে। এছাড়াও এক ধরনের হেমারেজিক টিউমার হয়ে থাকে। রক্ত তঞ্চন জনিত সমস্যা থেকেও হতে পারে। বয়স্কদের নাক থেকে রক্তপাতের প্রধান কারণ ড্রাই নোজ। যাদের ব্লাড প্রেশার বেশি থাকে তাদের ক্ষেত্রেও হতে পারে। আলসারের ন্যাজাল পলিপ, নাকের টিউমার, ক্যানসার থেকেও রক্তপাত হতে পারে। রক্তপাত হলে ভয় পাওয়া উচিত নয়। রোগীকে সোজাভাবে শুইয়ে দিতে হবে। মধ্যমা এবং তর্জনী দিয়ে বন্ধ রাখতে হবে নাক। ৫ মিনিট পর বন্ধ হয়ে যাবে। বরফ দেওয়া যেতে পারে। কিন্তু কোনও গুরুতর কারণে হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...