Holistic Therapy কীভাবে মনের ক্ষত নিরাময়ে কাজ করে?

Past Life Regression Therapy কীভাবে ট্রমা কাটাতে সাহায্য করে?   Holistic Therapy কী? শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় কীভাবে কাজ করে এই থেরাপি? কোন পদ্ধতিতে এই হিলিং থেরাপি করা হয়? বিস্তারিত জানালেন হোলিস্টিক থেরাপিস্ট সুহেলি (Shoheli, Holistic Healing Facilitator)

সুহেলি জানিয়েছেন, ‘হোলিস্টিক’ শব্দটি বর্তমানে অতি পরিচিত এক শব্দ। শব্দটির মানে সম্পূর্ণ। জাগতিক এবং আধ্যাত্মিক দুই জগতের সঙ্গেই ঘনিষ্ঠভাবে যুক্ত শব্দটি। এই হিলিং থেরাপি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু নিয়েই ব্যপ্ত।

জন্মের পর শিশুর ওপর তার বাবা-মা'র ডিএনএ প্রভাব ফেলে।  সঙ্গে থাকে আমাদের বেড়ে ওঠা আর জীবনযাত্রা। শিশুর ভূমিষ্ঠ হওয়ার আগেও তার একটা অতীত আছে। বিশ্ব সৃষ্টিকর্তার যে অংশ থেকে উৎপত্তি এবং ভ্রুণ থেকে বিবর্তিত হয়ে নবজাতকরূপে ভূমিষ্ঠ হওয়া - গোটা প্রক্রিয়ায় সেই আদি অতীত মানবদেহের মধ্যেই ঘুমিয়ে থাকে। আমাদের জীবনে যা কিছু আছে সবই আমাদের ওপর প্রভাব ফেলে। সেই জীবনের সঙ্গে অতীত জীবনও জড়িয়ে। সমস্যা সমাধানে তা যেমন সাহায্য করে তেমনই প্রতিরোধেও সাহায্য করে। মানুষ নিজেই নিজের জীবন তৈরি করতে পারে।

হোলিস্টিক হিলিং কঠিন ব্যাধি নিরাময়েও কাজ করে। যে সমস্ত রোগ জীবনযাত্রার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে নিরাময়ও আসে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই। কিন্তু অনেক রোগ আছে যেগুলি জীবনযাত্রার প্রভাবে হয় না। বংশ, জিন এগুলোও দায়ী থাকে। আমাদের চার শরীর আছে আধ্যাত্মিক, মানসিক, প্রাক্ষভিক এবং শারীরিক। আমাদের মূল ভিত যদি ঠিক না থাকে তাহলে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়।

বংশ, জিন এগুলোও দায়ী থাকে। আমাদের চার ধরনের শরীর আছে আধ্যাত্মিক, মানসিক, প্রাক্ষভিক এবং শারীরিক। আমাদের মূল ভিত যদি ঠিক না থাকে তাহলে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের আধ্যাত্মিক দেহ যে কোনও সমস্যা আগে বুঝতে পারে। তারপর তা আসে প্রক্ষোভে। তারপর প্রবেশ করে শারীরিক স্তরে। রাগ, দুঃখ, নেতিবাচক ভাবনা সব কিছুই অনুঘটকের ভূমিকা নেয় গোটা প্রক্রিয়ায়। তাই এই হিলিং থেরাপিতে আধ্যাত্মিক প্রক্রিয়ায় ভিতের সমস্যাকে নিরাময় করা হয়। সমস্যার ওপর নির্ভর করে কতদিন সময় লাগবে এই থেরাপিতে সেরে উঠতে। মানসিক চাপ, অ্যাংজাইটি, অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের সমস্যা সব ক্ষেত্রেই সাহায্য করে এই থেরাপি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...