মরসুমে ইন্ডিয়ান ও কনটেম্পরারি স্টাইলে কীভাবে নজর কাড়বেন

বিয়েবাড়ির মরসুমে ইন্ডিয়ান ও কনটেম্পরারি স্টাইলে কীভাবে নজর কাড়বেন, মিক্স অ্যান্ড ম্যাচ ফ্যাশনে কীভাবে মেলাবেন ঐতিহ্য আর আধুনিকতা, টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার ডাঃ দীপান্বিতা হাজারি (Dr. Dipanwita Hazari)

পেশাদার স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অভিনেত্রী আবার সফল ব্যবসায়ী- ফ্যাশন ডিজাইনার ডাঃ দীপান্বিতা হাজারির পরিচয় অনেক। কিন্তু সেই সব দিকই একসঙ্গে সামলাতে নিত্য অভ্যস্ত তিনি। দশ হাতে সামলে নেন তাঁর বহুমুখী জীবনের দশ দিক। অভিনয়ে এসেছিলেন ঘটনাচক্রে। অভিনেত্রী পরিচালক অপর্ণা সেনের সম্পাদিত পত্রিকায় মেডিকেল কলাম লিখতেন নিয়মিত। একদিন তিনি বললেন 'এই বিষয়টা আপনি মডেল করুন'। তখনও তাঁর মাথাতে ছিল না অভিনয় বা মডেলিং-এর ভাবনা। অপর্ণা সেন বললে না বলা যায় না তাই পর্দা আর ক্যামেরা জীবনে প্রবেশ করলেন। তারপর থেকে ডাক আসতে লাগল। ভাল লেগে গিয়েছিল দুনিয়াটা।

তাঁর কথায় এখন মেলানোর যুগ তাই এই প্রজন্মের মিক্স অ্যান্ড ম্যাচ কনটেম্পোরারি ফ্যাশন খুবই প্ৰিয়। ভারতের বিভিন্ন প্রদেশকে মেলানো যায় এভাবে। বাফতা, কটন, সিল্ক ইত্যাদি নিয়ে কাজ করেন। এখন শাড়ির টানও বেড়েছে। শাড়ি আর ব্যাগে তিনি বিভিন্ন পরীক্ষামূলক কাজ করেন। রাজস্থানের বাঁধনীর সঙ্গে স্বছন্দে মিশে যায় কাঁথা। স্টিচ, রঙ কম্বিনেশন এমনই কখনও মনে হবে না একটার ঘাড়ে একটা চাপিয়ে দেওয়া হয়েছে। মিক্স এন্ড ম্যাচ মানে জোর করে করা কোনও কিছু নয়। জিন্সকেও তাই ডিজাইনার জিন্স করা যায়। নারী পুরুষ উভয়ের জন্যই। রঙ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। নাহলে ডিজাইনিং করা যায় না। রঙ আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...