ভবানীপুর ইয়ং স্টাফ পরিচালিত শ্রী গণেশ মহোৎসবের-এর ডিজিটাল পার্টনার হিসেবে গর্বিত জিয়ো বাংলা। ১লা সেপ্টেম্বর তাদের গণেশ পুজো উদ্বোধন উপলক্ষ্যে আমরা উপস্থিত হয়েছিলাম পুজো-প্রাঙ্গনে। কথা বলে নিলাম ক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে। দেখে নিন সেখানকার কিছু বিশেষ মুহুর্ত।