শুক্রবার মুক্তি পেল ‘মানুষ’ ছবির ট্রেলার, কেমন লাগল জিৎ ভক্তদের?

চলতি মাসেই এক নতুন গল্প নিয়ে আসছে অভিনেতা জিৎ। আগামী ২৪ নভেম্বর বড় পর্দায় আসছে জিৎ- সুস্মিতা অভিনীত আসন্ন ছবি ‘মানুষ’। ইতিমধ্যেই সিনেমার পোস্টার থেকে টিজার, এমনকী প্রথম গানও মুক্তি পেয়ে গিয়েছে।

এবার গত শুক্রবার অর্থাৎ ১০ই নভেম্বর দুপুর ১টায় মুক্তি পেল ছবির ট্রেলার। এদিন সিটি মলের আইনক্সে ট্রেলার লঞ্চ প্রসঙ্গে একটি ইভেন্ট হয়েছে। সেখানে উপস্থিত ছিল জিৎ, সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কামাল সহ বহু তারকা।

দু মিনিট তেত্রিশ সেকেন্ডের গোটা ট্রেলার জুড়ে রয়েছে দুর্দান্ত অ্যাকশন। একটি বাবা ও মেয়ের আবেগময় যাত্রার গল্প। নিজের সন্তানকে বাঁচানোর জন্য বাবার রূপ বদল।

এখানে জিৎ-এর  দুটো রূপে। কখনও নার্কোটিক্স বিভাগের অফিসার, ভিক্টর যাঁকে আন্ডার ওয়ার্ল্ডের সবাই ভয় পায় আবার কখনও একজন বাবা, অর্জুন হিসেবে। কোনটা তাঁর আসল পরিচয়? সেটা নিয়ে ছবির গল্প। অন্যদিকে, জিৎ-এর বিপরীতে আন্ডার ওয়ার্ল্ডের ডন হিসেবে আছেন জিতুকে দেখা যাবে। সঙ্গে আছেন পুলিশ অফিসারের চরিত্রে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। এছাড়া জিৎ-এর ভালোবাসার মানুষ হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

পরিচকালক সঞ্জয় সমাদ্দারের পরিচালিত এই ছবি এবং মিউসিক কমপোজের দায়িত্বে রয়েছেন স্যাভি ও অনীক ধর।

এক সংবাদ মাধ্যমে এদিন ছবির ট্রেলার লঞ্চ প্রসঙ্গে জানিয়েছেন, ‘উৎসবের মরসুমে একটি অ্যাকশন, ড্রামা, থ্রিলার, মাল্টি-স্টার কাস্ট ফিল্ম নিয়ে আসতে পেরে আমরা খুব খুশি এবং আশাবাদী যে এটি দর্শকদের মন ভরিয়ে নেবেন।'

অন্যদিকে, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'আমার হৃদয় দর্শকদের ভালবাসা পেয়ে একেবারে ভরে গেছে। শ্রোতাদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়া অভিভূত। আমি যে চরিত্রে অভিনয় করছি তা ভালবাসা, স্বপ্ন, স্নেহ, দায়িত্ব, শক্তি এবং দুর্বলতার মতো সবকিছুর মূর্ত প্রতীক।‘

জিতু কামাল জানিয়েছেন, ‘আমি প্রথমবার নায়ক থেকে এরকম খলনায়কের চরিত্রে অভিনয় করেছি। এটা সত্যিই একটি অন্ধকার সিম্ফনির মতো, যেখানে দুষ্টদের প্রতিটি নোট একটি দক্ষ স্পর্শে খেলা হয়। ডার্ক শেডের একটি চরিত্র করে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করতে পেরে আমি খুবই উত্তেজিত।'

ট্রেলার দেখে দর্শকদের মনে এক সাসপেন্স তৈরি করেছে। আগেই টিজার, পোস্টার দেখেই উত্তেজিত হয়ে গেছেন জিৎ ভক্তরা। এবার ট্রেলার দেখে  সবার মধ্যে এখন চলছে একদম টান টান উত্তেজনা। এবার শুধু ছবি মুক্তির অপেক্ষায় আছে সবাই।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...