লাক্ষাদ্বীপ যেতে গেলে কি কি করতে হবে? জেনে নিন বিশদে

লাক্ষাদ্বীপ যাওয়ার ইচ্ছে এখন অনেকেরই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষদ্বীপ সফরের পরেই উৎসাহ বাড়ে বহু পর্যটকদের। মলদ্বীপের সাথে ভারতের লাক্ষাদ্বীপের দ্বৈরথ শুরু হওয়ার পর থেকেই সেই উৎসাহের বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়া মোটেই সহজ নয়। এখানে যেতে গেলে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুমতি নিতে হবে। আলাদা করে পারমিট তৈরি করতে হবে।

চলুন আজ জেনে নেওয়া যাক লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার সমস্ত বিষয়।

প্রথমেই জানা যাক কিভাবে পারমিট তৈরি করতে হবে –

যদি আপনি লাক্ষাদ্বীপের বাসিন্দা না হন তাহলে কিভাবে পারমিট তৈরি করবেন? জানা গিয়েছে যে পারমিট দু ভাবে পাওয়া সম্ভব। একটি হল অনলাইন আবেদনের মাধ্যম এবং দ্বিতীয়টি হল অফলাইন আবেদনের মাধ্যম।

প্রথমে জেনে নি কিভাবে অনলাইন আবেদনের পদ্ধতিটি সম্ভব –
জানা গিয়েছে যে অনলাইন আবেদনের জন্য পারমিট পোর্টাল https://epermit.utl.gov.in/pages/signup -এ গিয়ে আবেদন করতে হয়৷ এই পোর্টালটিতে গিয়ে  আবেদনকারীকে প্রথমে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে৷ এরপর নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে৷ কোন কোন দ্বীপে যেতে চান, বেড়াতে যাওয়ার তারিখ সহ প্রয়োজনীয় নথি আপলোড করে নির্দিষ্ট ফি দিতে হবে৷
এর পর লাক্ষাদ্বীপ পৌঁছনোর দিন ১৫ আগে আবেদনকারীর কাছে ই মেল মারফত পারমিট চলে আসে৷

এবার জানা যাক অফলাইন পারমিট পাওয়ার পদ্ধতিটি —

অফলাইন পারমিটের জন্য লাক্ষাদ্বীপ প্রশাসনের এই ওয়েবসাইট http://www.lakshadweeptourism.com/contact.html- এ গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে৷ অথবা কাভারত্তিতে জেলাশাসকের অফিস থেকে এই ফর্মটি সংগ্রহ করা যেতে পারে। এই ফর্ম পূরণ করে সমস্ত নথি সহ জেলাশাসকের অফিসে জমা দিতে হবে৷ এই পদ্ধতিতে পারমিট পেতে অনেক বেশি সময় লাগে৷ তাই অনলাইন আবেদন করা সবচেয়ে বেশি শ্রেয়।

এবার আসা যাক যে এই পারমিট করার জন্য কি কি নথি দিতে লাগবে?

  • একটি পাসপোর্ট সাইজের ছবি৷
  • আধার, ভোটার কার্ডের মতো যে কোনও একটি সরকারি পরিচয়পত্রের প্রতিলিপি৷
  • বিমান টিকিটের মতো বেড়াতে যাওয়ার যে কোনও একটি প্রমাণ৷
  • হোটেল অথবা রিসর্ট বুকিংয়ের নথি৷
  • পারমিট পাওয়ার খরচ।

জানা গিয়েছে যে প্রত্যেক আবেদনকারী এই  পারমিটের জন্য ফি ৫০ টাকা৷ এ ছাড়াও ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য হেরিটেজ ফি ১০০ টাকা এবং তার থেকে বড় বয়সীদের ২০০ টাকা করে দিতে হবে৷

এছাড়া জানা গিয়েছে যে তিরিশ দিনের জন্য এই পারমিট বৈধ থাকে৷ তবে, বিশেষ ক্ষেত্রে অবশ্য সময়সীমা বাড়তে পারে৷

এরপর দেখি কোন দ্বীপগুলিতে যেতে পারবেন পর্যটকরা?

জানা গিয়েছে যে লাক্ষাদ্বীপের পাঁচটি দ্বীপেই পর্যটকরা যেতে পারেন৷ সেগুলি হল কাভারত্তি, আগত্তি, কদমত, মিনিকয় এবং বনগরম৷

কিভাবে পৌঁছানো যাবে লাক্ষাদ্বীপে ––

আপনাকে কোচি হয়েই লাক্ষাদ্বীপে পৌঁছাতে হবে। কিন্তু কোচি থেকে কিভাবে যাবেন? জানা গিয়েছে যে কোচি থেকেই লাক্ষাদ্বীপ যাওয়ার জাহাজ এবং বিমান ছাড়ে৷ এছাড়া আগাত্তি, বঙ্গারামের মতো দ্বীপগুলিতে যাওয়ার বিমানও কোচি থেকেই ছাড়ে৷

এছাড়া অক্টোবর থেকে মে মাসের মধ্যে আগাত্তি থেকে কাভারত্তি এবং কদমতে যাওয়ার বোট ছাড়ে৷ এছাড়া বর্ষার সময় আগাত্তি থেকে কাভারত্তি যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবাও থাকে৷

কোচি থেকে বিমানে আগাত্তি যেতে গেলে মাত্র ঘণ্টা দেড়েক সময় লাগে৷

এবার জেনে নেওয়া যাক, লাক্ষাদ্বীপে কোন কোন যাত্রীবাহী জাহাজ চলে ?

জানা গিয়েছে যে কোচি থেকে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপের মধ্যে সাতটি যাত্রীবাহী জাহাজ চলাচল করে৷ সেগুলি হল এম ভি কাভারত্তি, এম ভি আরাবিয়ান সি, এম ভি লাক্ষাদ্বীপ সি, এম ভি লেগুন, এম ভি কোরালস, এম ভি আমিনডিভি এবং এম ভি মিনিকয়৷ তবে, জাহাজে সবমিলিয়ে ১৪ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে৷

এই জাহাজগুলিতে এসি প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, চারটি বার্থের কেবিন, এসি সিটিং-এর মতো বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে৷ এক রাতের যাত্রা, তাই  আরামদায়ক এসি চেয়ারে বসে গেলেও খুব একটা অসুবিধে হবে না বলে মনে করা হয়।

এছাড়া, আয়তনের দিক থেকে ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, সেখানে বেড়াতে এলে আগে থেকে পরিকল্পনা করে পারমিটের জন্য আবেদন করে রাখা খুব ভালো। কারণ এখানে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভিসে’ বিশ্বাস করা হয় অর্থাৎ যে আগে আসবে সে আগে পাবেন। এই ভিত্তিতে পারমিট দেওয়া হয়৷

গত কয়েকদিনে লাক্ষাদ্বীপে বেড়েতে যাওয়ার সেই হিড়িক বেশ বেড়ে গেছে। এখন মলদ্বীপের মতো বিদেশযাত্রা বাতিল করে লাক্ষাদ্বীপে যাওয়ার পরিকল্পনা করছেন বহু পর্যটকেরা৷

কোন সময় লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়া সবথেকে ভালো?

জানা গিয়েছে যেও লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার সবথেকে ভাল সময় হল অক্টোবর থেকে মার্চ৷

আপনি যদি লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে ভালো করে কোন কোন দ্বীপ যাবেন, সব ঠিক করে নেবেন আগের থাকতে।

এই দ্বীপ ভিন্ন ভিন্ন কারণে জনপ্রিয়। জানা গিয়েছে যে কাভারত্তির বাজারগুলি পর্যটকদের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, আগত্তি বিখ্যাত ওয়াটার স্পোর্টসের জন্য এবং কদমত, সমুদ্র সৈকতে সময় কাটানোর জন্য পর্যটকদের পছন্দের৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...