গর্ভপাত বা মিসক্যারেজ ( Pregnancy Loss ) কেন হয়?

গর্ভপাত বা মিসক্যারেজ (Pregnancy Loss )কেন হয়? বারবার গর্ভপাতের জন্য পুরুষসঙ্গীও কি দায়ী হতে পারে? গর্ভপাতের লক্ষণ ও প্রতিকার কী? হরমোনজনিত সমস্যায় কি গর্ভপাতের আশঙ্কা দেখা যায়?  কীভাবে সাবধান হবেন? বিস্তারিত জানালেন  বিশিষ্ট মেডিকেল জেনেটিসিস্ট ডাঃ দীপাঞ্জনা দত্ত (Dr Dipanjana Datta, Consultant Medical Geneticist)

ডাঃ দীপাঞ্জনা দত্ত জানিয়েছেন, গর্ভাবস্থার জন্য তিনটি বিষয়ের সঠিক সহাবস্থান হওয়া চাই। ভ্রূণের পরিস্থিতি ঠিক হতে হবে, গর্ভশয় আদৰ্শ হতে হবে এবং এই দুয়ের সংযোগ ঠিক থাকতে হবে। এই তিনের মধ্যে যদি কোনও সমস্যা আসে তাহলেই গর্ভপাতের কারণ ঘটে। গর্ভদানির গঠন কেমন, টিবি আছে কিনা, রক্ত সংবহন, জিনগত সমস্যা, ইমিউলজিক্যাল  কারণেও গর্ভপাতের ঘটনা ঘটতে পারে।

হরমোনজনিত সমস্যার কারণে গর্ভ ধারণে সমস্যা হতে পারে কিন্তু সাধারণত সেই কারণে গর্ভপাত ঘটে না। লুপাস, ইমিউনোলজিক্যাল সমস্যা, রিউমাটয়েড আর্থারাইটিস, ক্রোমোজোমাল ডিফেক্ট, অজানা কিছু রোগ গর্ভ ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। গর্ভধারণের পরিকল্পনা করলে নারী এবং পুরুষ উভয়কেই সুস্থ হতে হবে। কারণ শুক্রাণুর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। পুরুষ সঙ্গীটির যদি ধূমপান ও নেশার অভ্যাস থাকে তাহলে তা ডিম্বাণু ও শুক্রাণুর ওপর প্রভাব ফেলে। তাতে গর্ভপাতের আশংকা বাড়ে। 

গর্ভপাতের নেপথ্যে একাধিক কারণ থাকে। কিছু বিষয়ে ওষুধের দ্বারা সমাধান সম্ভব। কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করা হয়। মিসক্যারেজ আটকাতে গেলে লাইফস্টাইলের দিকে নজর দেওয়া জরুরি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...