‘শুধু যাওয়া আসা’র ট্রেলার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চাঁদের হাট

বড়পর্দায় আসছে পরিচালক মনীশ ঘোষের ছবি ‘শুধু যাওয়া আসা’। চিত্রনাট্য ও পরিচালনায় মনীশ ঘোষ। ছবিটি প্রযোজনা করেছেন বজরং আগরওয়াল-চ্যানেল বি এন্টারপ্রাইস, এমএফ এন্টারপ্রাইস রবিউল শেখ। মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও দেখা যাবে মনু মুখোপাধ্যায়কে। আছেন বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, ভরত কল, সুমন দে, রত্না ঘোষাল, প্রিয়াঙ্কা প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে।

সম্প্রতি সামনে এল ছবির ট্রেলার ও মিউজিক।নন্দন প্রেক্ষাগৃহের অনুষ্ঠানে এদিন ছিল চাঁদের হাট। মনোজ মিত্র, জয় সরকার, কাঞ্চন মল্লিক, ভরত কল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ছিল ছবির টিম।

ছবি প্রসঙ্গে ছবির প্রযোজক বজরং আগরওয়াল (চ্যানেল বি এন্টারপ্রাইস) জানিয়েছেন, মনীশ ঘোষ অসাধারণ  ছবি বানিয়েছেন। ছবির সম্পদ অভিনয়। সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, ভরত কল সকলেই অসাধারণ। প্রচন্ড পরিশ্রম করেছেন। কমেডি আর সেন্টিমেন্ট দুই নিয়েই এই ছবি। ছবি যখন তৈরি হয়, শ্যুটিং করি তখন অনেক সময় বোঝা যায় না কী ছবি হচ্ছে। কিন্তু শ্যুটিং করার পর পোস্ট প্রোডাকশন হয়ে গেলে যখন ফাইনাল প্রিন্ট দেখি তখন মন খুশি হয়ে যায়। কোভিদের জন্য ছবি পিছিয়ে গিয়েছিল। এখন ভাল সময়। ছবি নন্দনে মুক্তি পাচ্ছে সবাইকে অনুরোধ করব ছবিটা বড় পর্দায় দেখার জন্য।

মনোজ মিত্রের ‘পরবাস’ নাৎক নিয়ে এই ছবি। তিনি ছবি প্রসঙ্গে জানিয়েছেন, ভুদিন ধরে মনে হয়েছে এই নাটক। এখন দর্শকদের ছবি ভাল লাগলে শুভেচ্ছা তাঁদের।

ছবির রিচালক মনীশ ঘোষ জানিয়েছেন, এখন খুব হার্ডকোর কমার্শিয়াল ছবি আগে যেমন ছিল এখন আর তেমন হয় না। আমি যখন ছবি শুরুর পরিকল্পনা করলাম তখন প্রথমেই ইচ্ছে ছিল যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাঙালি সব সময় সিরিয়াস ভূমিকায় দেখেছে, তাঁকে কমেডিতে তেমন দেখেনি। তাই মনোজ মিত্রের নাটক ‘পরবাস’ নিয়ে যক্যহ্ন প্ল্যান করলাম, রাইটস হাতে এলো তখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলাম। তিনি সাগ্রহে রাজি হয়েছিলান। আমরা সহজভাবে গল্প বলার চেষ্টা করেছি, আমার মনে হয় যে গল্প সহজভাবে বলতে পারলে বাঙালি দর্শক নিশ্চয়ই দেখবে।

কাঞ্চন মল্লিক জানিয়েছেন, মনোজ মিত্রের গল্প মানে সেটাই একটা সিনেমা। পরবাসের মধ্যে ফিরে যাওয়া আর স্বপ্নের গল্প আছে। এই ছবি আসলে সৌমিত্র চট্টোপাধ্যায় আর মনু মুখোপাধ্যায়ের স্মৃতি।

ভরত কল জানিয়েছেন, তাঁর কাছে এই ছবি বিশাল পাওনা। কারণ তাঁকে যেসব চরিত্রে দেখা যায় এই ছবির চরিত্র তার চেয়ে একদম আলাদা।

জয় সরকার জানিয়েছেন, ‘পরবাস’ বহু বছর ধরে মঞ্চে হয়েছে। মনোজ মিত্র জীবন্ত কিংবদন্তি। তাঁর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় আর মনু মুখোপাধ্যায় এই ছবির অংশ। ভীষণ ভাল কাজ একটা।

ছবির অন্যতম অভিনেতা সুমন দে জানিয়েছেন, এই ছবিতে সুযোগ পাওয়া তাঁর কাছে আশীর্বাদ। ভরত কল তাঁকে এই ছবিতে অভিনয়ের জন্য ফোন করেছিলেন। তাঁর টেলিভিষনে অভিনয়ের সুবাদে পরিচি ত মুখ হলেও সিনেমা লারজার দ্যান লাইফ, আর এত বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয়!

অভিনেত্রী প্রিয়ঙ্কা মন্ডল জানিয়েছেন, শুরুতে এত সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের মাঝে একটু ভয় করলেও কাজ শুরু হতে পরিবারের সদস্যদের মত অনুভূতি হয়েছিল। যেখানে ছোট ছোট ভুল ক্রুটি শুধরে যায়। মেলে শেখার সুযোগ।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...