নারীদের লড়াইকে তুলে ধরবে 'মহিষাসুরমর্দ্দিনী'

সমাজের নারীদের ক্ষমতায়নের জন্য লড়াই চলছে বহুকাল ধরে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমাজের উন্নতি ঘটেছে ঠিকই কিন্তু নারীদের অবস্থার বদল এখনও ঘটেনি। সমাজে নারীদের এই দূরবস্থাকে এবার সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক রঞ্জন ঘোষ। তার ছবির নাম 'মহিষাসুরমর্দ্দিনী'। খুব শীঘ্রই বড়পর্দায় আসছে এই ছবি। তবে তার আগেই দেশে-বিদেশের বহু জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি দেখানোও হয়েছে। ছবির গল্প নারীদের উপর অত্যাচার ও সেই অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইকে ছবির গল্পের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ করেছে। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সহ ছবির বাকি কলাকুশলীরা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন তারা।

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, "ছবির শুটিং শুরু হয়েছিল কোভিড পরিস্থিতি শুরু হওয়ার আগে। তার ধারণা এই ছবির গল্প খুব ইউনিক। ছবিতে দুষ্টের দমন সৃষ্টের পালনের যে কনসেপ্ট দেখানো হয়েছে। তা যদি আমাদের সমাজেও পালন করা যেত তাহলে এটা একটা অন্য এগজেম্পেল সৃষ্টি করবে।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...