ডিসেম্বরের শীতে বড় পর্দায় আসছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'হামি-২'। ফিরছে লাল্টু-মিতালি জুটি। এবার ছবির গল্প ঘুরবে লাল্টু আর মিতালির বড় ছেলেকে নিয়ে। সঙ্গে তার ভাই আর বন্ধুরা।
ছবির প্রথম পার্টটির সাফল্যের পর ছবির পরবর্তী পার্ট নিয়ে উৎসাহ তৈরি হয়েছিল দর্শকদের মনে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য ছবির শ্যুটিং আটকে ছিল। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ২০২১ সালে ছবির শুটিং শুরু হয়। তারপর প্রায় এক বছর পর মুক্তি পাবে এই ছবি। আর আগেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী ছাড়াও দেখা গিয়েছে কচি-কাঁচাদের। শিশুদের নিয়ে ছবি তাই শিশুরাই মুখ্য ভূমিকায় রয়েছেন এই ছবিতে। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিল শহরের বিভিন্ন স্কুলের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী। এছাড়াও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
'উইন্ডোজ প্রোডাকশন হাউজ'-এর প্রযোজিত এই ছবিতে পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, হরনাথ চক্রবর্তী, তনুর্শ্রী চক্রবর্তী, মনামী ঘোষ, সোমক ঘোষ ছাড়াও মোট ৪১ জন শিশু শিল্পী অভিনয় করেছেন এই ছবিতে। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।