রিচার সেলিব্রেটি ক্রাশ শাহরুখ খান

বিয়ের পর নিজের স্বপ্ন পূরণ করেছেন। জিতেছেন মিসেস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন বহু ছবিতে। ইনি হলেন রিচা শর্মা। 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি জিয়ো বাংলার টলিকথা অনুষ্ঠানে আড্ডা দিতে এসে নিজের জার্নির কথা তুলে ধরেছেন রিচা শর্মা।

প্র: স্কুল থেকে মিসেস ইন্ডিয়া ইউনিভার্স। জার্নিটা কেমন ছিল?
রিচা: আমার জার্নিতে স্ট্রাগল ছিল তার পাশাপাশি কিছু কম্প্রোমাইজ করতে হয়েছিল। কিন্তু আজ আমি যেখানে আছি তার জন্য খুশি হয়েছি।

প্র: স্কুল টিচার ছিলেন। সেখান থেকে কখন মনে হল মডেলিং করবে?
রিচা: আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মডেলিং করার। আমি যখন আয়নার সামনে দাঁড়াতাম মনে হত আমার মাথায় একটা ক্রাউন আছে। সুস্মিতা সেন ছিলেন আমার রোল মডেল। মুম্বইতে গিয়েও আমি অনেক অডিশন দিয়ে ছিলাম।

প্র: ছোটবেলাটা কোথা আর কেমন কেটেছিল?
রিচা: ছোটবেলা কেটেছিল কানপুরে। আমার মা-বাবা থাকতেন ওখানে থাকতেন। আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম কেমিস্ট্রি অনার্স করেছি। আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। কিন্তু এখন আমি আবার ছোটবেলা ফিরে যেতে চাই।

প্র: বিয়ের পর সকলেই নিজের কেরিয়ার নিয়ে এগোতে ভয় পান। তাদের উদ্দেশ্যে কী বলবে যারা বিয়ের পরেও নিজের স্বপ্ন পূরণ করতে চান?
রিচা: আমি সবাইকে বলতে "ইটস নেভার টু লেট ইন লাইফ"‌। সংসার চালানোও অনেক বড় কাজ। কিন্তু তোমার ইচ্ছা পূরণ করতে গেলে চেষ্টা করতেই হবে। বসে বসে ভাবলে হবে না ইচ্ছা পূরণ করতে হলে তোমাকে কাজ করতে হবে। "অলওয়েজ বিলিভ ইন ইয়োর সেল্ফ" আর ট্রাই করতে হবে। নাহলে ভবিষ্যতে গিয়ে তোমার মনে হবে যে তুমি চেষ্টা করনি। তাই "প্লিজ প্লিজ ওয়েক আপ অ্যান্ড ডু ওয়াট ইউ ওয়ান্ট টু"।

প্র: নিজের কী হিসেবে দেখতে বেশি পছন্দ করো। অভিনেত্রী হিসেবে মডেল হিসেবে নাকি টিচার হিসেবে?
রিচা: অনেস্টলি বলব ‘অ্যাজ আ মাদার’। ‘বিকজ দ্যাট মোমেন্ট আই স্টিল ক্যান নট ফরগেট’। ‘আই গিভ বার্থ টু মাই ডটার’। আমার মেয়েই আমার জীবনের সব সবচেয়ে বড় স্ট্রেন্থ আর সাপোর্ট।

প্র: মা, মেয়ের সম্পর্কটা ঠিক কেমন?
রিচা: খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে। কিন্তু যখন টাইমিং আর ডিসিপ্লিনের বিষয়ে ওঠে তখন মাঝে মাঝে আমার মেয়েই আমার মা হয়ে ওঠে।

প্র: র‌্যাম্প না লাইট ক্যামেরা অ্যাকশান?
রিচা: বোথ। ‘বিকজ কান্ট ফরগট মাই র‌্যাম্প ডে'। আমি শো স্টপার ছিলাম 'ল্যাকমে ফ্যাশন উইক'-এর মতো শোতে। সেখান থেকেই আমি শিখেছিলাম কীভাবে ক্যামেরা ফেস করতে হয়, কীভাবে দর্শকদের ফেস করতে হবে, কীভাবে কথা বলতে হবে, কীভাবে আত্মবিশ্বাস বাড়াতে হবে? কিন্তু এখন লাইটস ক্যামেরা অ্যাকশান এখন আমার অন্যতম পছন্দের কাজ হয়ে উঠেছে।

প্র: 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে একটা বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আপনাকে। এই চরিত্র আর ছবি নিয়ে কী বলবে তুমি?
রিচা: রাজশ্রী আমাকে ফোন করে বলেছিল এই ছবিতে অভিনয় করার কথা। মোট ১৭ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন এই ছবিতে। চরিত্রটির সঙ্গে আমারও অনেক মিল রয়েছে। সবার আমার চরিত্রটি খুব পছন্দও হয়েছে।

প্র: অফ ক্যামেরায় কী রিচা শর্মা এমন হাসি, খুশি থাকে?
রিচা: সত্যিই বলতে হ্যাঁ। আমি সব সময় হাসিখুশি থাকি। আমার মন খুশি থাকলে মুখেও সেটা ফুটে ওঠে

প্র: রিচা শর্মার সেলিব্রেটি ক্রাশ কে?
রিচা: শাহরুখ খান।

প্র: শাহরুখ খান তোমার সামনে আসলে রিঅ্যাকশান কী হবে?
রিচা: একবার দেখা হয়েছিল ওর সঙ্গে। তখন আমার থেকে জানতে চেয়েছিল কেন আমার ওকে ভা লাগে। আমি বলেছিলাম, ‘তুমি একজন সেল্ফ মেড ম্যান’।

প্র: তোমার আপ কামিং কী কী ছবি আসতে চলেছে?
রিচা: 'মায়া', 'সিক্রেট স্কাই' আসতে চলেছে। যার মধ্যে 'সিক্রেট স্কাই' ছবিটিকে অনেক ফিল্ম ফেস্টিভ্যাল পাঠানো হয়েছিল। মোট ২৫টি পুরস্কার জিতেছে এই ছবি। কান ফিল্ম ফেস্টিভ্যালেও সিলেক্ট করা হয়েছিল ছবিটা।

প্র: মডেলিংটা বেশি ইনজয় করো না অ্যাক্টিংটা?
রিচা: অ্যাক্টিংই বেশি ভাল লাগে।

প্র: নিজের কোন স্বভাবটা তুমি পাল্টাতে চাও?
রিচা: আমি খুব ইমোশনাল ও‌ সেন্টিমেন্টাল। তার জন্য আমাকে অনেক সময় দুঃখ পেতে হয়।

এবার র‌্যাপিড ফায়ার...


প্র: রিচা নট রিচা উইথআউট?
রিচা: আশনা। মেয়ে।

প্র: টাইম মেশিন পেলে কোন বছরে ফেরত যেতে চাও?
রিচা: আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই।

প্র: ভূতের রাজা তিনটে বর দিতে চাইলে কী কী চাইতে?
রিচা: ফার্স্ট গরিব মানুষের উপকার করতে চাই, সেকেন্ড, অনেক টাকা চাই যা দিয়ে মানুষের সাহায্য করতে পারি, থার্ড শাহরুখ খানের সঙ্গে ডেটে যেতে চাই।

প্র: বেস্ট আর ওয়াস্ট গিফট তুমি কী পেয়েছ?
রিচা: আমার মেয়ের জন্মই বেস্ট গিফট। আর বাড়িতে অনেকগুলো ফুলের বোকে এসেছে। কিন্তু একটাও কারুর নাম ছিল না। এটার আমার কাছে ওয়াস্ট গিফট।

প্র: পরের জন্মে কী হতে চাইবে?
রিচা: আমি আবার রিচা শর্মা হয়ে জন্মাতে চাই।

প্র: কোনও ফানিয়েস্ট অ্যাপ বানানোর সুযোগ পেলে কীসের উপর বানাতে?
রিচা: এমন একটা অ্যাপ বানাতে চাই যেটা আবার আমার ছোটবেলায় সময় ফিরিয়ে আনবে।

প্র: মিসেস ইন্ডিয়া না সোশ্যাল ওয়ার্কার হতে চাও?
রিচা: বোথ।
 

এটা শেয়ার করতে পারো

...

Loading...