থাইরয়েড হরমোন কীভাবে শরীর মনে প্রভাব ফেলে? হাইপোথাইরয়েডিজম কী? থাইরয়েড সমস্যা চিনবেন কীভাবে? পরামর্শ দিলেন এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ উত্তীয় গুপ্ত (Dr. Uttio Gupta, Endocrinologist)
হাইলাইটসঃ
১। থাইরয়েড হরমোন কীভাবে শরীর মনে প্রভাব ফেলে?
২। থাইরয়েড হরমোন মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলে?
৩। বর্তমান সময়ে এই সমস্যা বাড়ছে কেন?
থাইরয়েড হরমোন কীভাবে শরীর মনে প্রভাব ফেলে?
থাইরয়েড হরমোন হল থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের হরমোন। এই হরমোনগুলি প্রধানত থাইরক্সিন (T4) এবং ট্রাইওডোথাইরোনিন (T3) নামে পরিচিত।
এই হরমোনের ফলে শরীরের বিপাক, হৃদস্পন্দন, মস্তিষ্কের বিকাশ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ শারীরিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে।
এই হরমোনের তারতম্যের ফলে কী সমস্যা দেখা দেয়?
১। Metabolism বা বিপাকে সমস্যা দেখা দেয়।
২। শারীরিক বিকাশে সমস্যা দেখা দেয়
৩। মহিলাদের Menstruation অনিয়মিত, সহ নানা শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়।
থাইরয়েড হরমোন মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলে?
হাইপোথাইরয়েডিজম (কম থাইরয়েড হরমোন):
১। হাইপোথাইরয়েডিজম বিষণ্ণতার একটি সাধারণ কারণ ।
২। থাইরয়েড হরমোনের অভাবে ক্লান্তি, অবসাদ এবং অলসতা দেখা দিতে পারে।
৩। হাইপোথাইরয়েডিজম স্মৃতিশক্তি হ্রাসের কারণ হতে পারে।
৪। হাত-পা ফুলে যেতে পারে।
৫। মহিলাদের Menstruation অনিয়মিত হয়।
হাইপারথাইরয়েডিজম (অতিরিক্ত থাইরয়েড হরমোন):
১। অতিরিক্ত থাইরয়েড হরমোন উদ্বেগ, অস্থিরতা এবং প্যানিক অ্যাটাকের কারণ হতে পারে।
২। হাইপারথাইরয়েডিজম ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে।
৩। অতিরিক্ত থাইরয়েড হরমোন মানসিক অস্থিরতা কারণ হতে পারে।
বর্তমান সময়ে মহিলাদের মধ্যে কি থাইরয়েড হরমোন সংক্রান্ত সমস্যা বেশি দেখা যায়?
হ্যাঁ, মূলত মহিলাদের মধ্যেই এই সমস্যা বেশি দেখা যায়। কিন্তু পুরুষরাও এই হরমোনজনিত সমস্যার সম্মুখীন হতে পারেন।
বর্তমান সময়ে এই সমস্যা বাড়ছে কেন?
এই সমস্যা জীবনযাপনের উপর নির্ভরশীল নয়। মূলত autoimmune এর কারণে এই সমস্যা দেখা দেয়।
থাইরয়েডের ওষুধ খাওয়া কতটা জরুরি?
হাইপোথাইরয়েড –এর ক্ষেত্রে প্রায় লাইফটাইম ওষুধ খেয়ে যেতে হয়।
হাইপারথাইরয়েড –এর ক্ষেত্রে নির্দিষ্ট সময় অবধি ওষুধ খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু থাইরয়েড ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে।