অথেনটিক চাইনিজ ফুডের জন্য আসতেই হবে সূর্য সেন স্ট্রিটের গুঞ্জন কিচেনে

কলেজ স্ট্রিটে পকেট ফ্রেন্ডলি দামে অথেনটিক চাইনিজ ফুডের জন্য জনপ্রিয় ৬৫ নম্বর সূর্য সেন স্ট্রিটের ‘গুঞ্জন কিচেন’। হংপাও চিকেন, চপসিউ, ওয়ান্টন চিকেন-  মেনুতে আছে আর অনেক কিছু। বইপাড়া কলেজ স্ট্রিটের ‘কিউট লিটল প্লেস’ ‘গুঞ্জন কিচেন’।

সূর্য সেন স্ট্রিটের গলিতে এই এক চিলতে চাইনিজ রেস্তোঁরাকে এক ডাকে চেনে কলকাতা। প্রথম প্রেম, প্রথম বন্ধুত্ব আর প্রথম চাইনিজ চেনার- পুরনো সেই দিনের কথা মেখে বহু নস্ট্যালজিয়ার সাক্ষী। কী কী স্পেশ্যাল আইটেম পাওয়া যায় এখানকার অথেনটিক চাইনিজ মেনুতে?

‘গুঞ্জন কিচেন’-এর মেনু লিস্টে চেনা নামের পাশাপাশি আছে অনেক অচেনা বা আধচেনা নাম। তবে চাইনিজ ফুড যারা ভীষণ ভালবাসেন তাঁদের কাছে নাম মঅটেই অচেনা লাগবে না। স্টার্টার আইটেমের মধ্যে জনপ্রিয় এখানকার চিকেন ফ্রায়েড ওয়াংটন, গোল্ডেন ফ্রাই প্রন। প্রায় সব ধরনের চাইনিজ স্যুপ পাওয়া যায়। তবে এখাঙ্কার আসল বৈচিত্র রাইস মেনুতে। একটার পর একটা নাম দেখে অর্ডার দেওয়ার সময় সত্যিই ধাঁধা লাগে চোখে। আর যদি একেবারে অন্যরকম কিছু ট্রাই করতে চান তাহলে চেখে দেখতে পারেন চপসি। আমেরিকান চপসি আর চাইনিজ দুই পাওয়া যায়।

আপনি যদি পর্কপ্রেমী হন তাহলে আসতেই হবে এই ঠিকানায়। রোস্ট পর্ক চিলি, মাঞ্চুরিয়ান পর্কের মতো আইটেম আছে এখানকর পর্ক মেনুতে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...