‘টেনথ প্ল্যানেট’ নাট্যদলের নিবেদিত 'কথাকার' থিয়েটার ফেস্টিভ্যালে উপস্থিত ছিল জিয়ো বাংলা

‘টেনথ প্ল্যানেট’  নাট্যদলের নিবেদিত 'কথাকারথিয়েটার ফেস্টিভ্যালে উপস্থিত ছিল জিয়ো বাংলা। নাট্যদলের কর্ণধার শরণ্য দে তাদের দল ও এই ফেস্টিভ্যাল নিয়ে কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে। নাট্য পরিচালক মনীশ মিত্র এবং অভিনেত্রী সীমা ঘোষ  ‘কথাকার থিয়েটার ফেস্টিভ্যাল’ নিয়ে নিজেদের ভাবনা জানালেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ‘লিলুয়া দৃষ্টিকোণ নাট্যায়ন’- এর নির্দেশক সুদেষ্ণা বিশ্বাস। মাত্র বাইশ বছর বয়সে প্রায় একার চেষ্টায় গড়ে তুলেছেন নিজের থিয়েটার গ্রুপ তাঁর সেই দল গড়ার গল্প ধরা থাকল এই সপ্তাহের জিয়ো থিয়েটারে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...