‘বড়বাবু’ তাঁর অভিনয় জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বললেন সুজন

রেশমি মিত্রের পরিচালনায় আসতে চলেছে শিশির ভাদুড়ির বায়োপিক 'বড়বাবু'। শিশির কুমার ভাদুড়ির চরিত্রে অভিনয় করছেন সুজন মুখোপাধ্যায়। ছবিতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, পায়েল সরকার, সুপ্রতীম রায় প্রমুখকে। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে মুখোমুখি টিম ‘বড়বাবু’।

ছবির মুখ্য ভূমিকায় সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, এতো বছরের অভিনয় জীবনে এই ছবি তাঁর অন্যতম সেরা প্রাপ্তি। অভিনেতারা অপেক্ষা করে থাকে এরকম ছবিতে অভিনয়ের জন্য।

এই ছবিতে আছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি প্রভাদেবীর ভূমিকায়। শিশিরকুমার ভাদুড়ির বেশিরভাগ মঞ্চ সফল নাটকের নায়িকা ছিলেন। বড়বাবুর জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন।

‘বড়বাবু’ রেশমি মিত্রর এগারোতম ছবি। তাঁর কথায় নাট্যসম্রাট শিশির ভাদুড়ির জীবনটাই কবিতার মতো। ভীষণ রঙিন সেই জীবন। তার টানাপোড়েন, দুঃখ, হতাশা, বিভিন্ন সম্পর্ক, সম্পর্কের বাঁক বদল এই সব কিছু এই ছবির মধ্যে রয়েছে। সিনেমা যারা ভালবাসেন এবং থিয়েটারপ্রেমী দুই ধরনের মানুষেরই ভাল লাগবে।

কঙ্কাবতীর ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকে। এই ছবিই তাঁর প্রথম বায়োপিক।

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে থাকছে শিশির ভাদুড়ির সময়কার একটি নাটকের গান। গেয়েছেন ইমন চক্রবর্তী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...