'আরো এক পৃথিবী’তে অন্য পৃথিবীর গল্প বললেন পরিচালক অতনু ঘোষ

পরিচালক অতনু ঘোষের ভাষায় 'আরো এক পৃথিবী' চারজন বাঙালি আর বারো জন বিদেশির জীবনের গল্প। লন্ডনে তাঁদের বাস। মানুষ যে লন্ডনকে চেনে এই লন্ডন তার চেয়ে আলাদা।  ছবির গল্পে যাদের দেখা যায় তাদের অনেকরই মাথার ওপর ছাদ নেই। কিন্তু এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে তাদের অবস্থা কেমন ছিল বা কীভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই সব কিছুই রয়েছে এই ছবিতে। গল্পে যে চার মুখ্য বাঙালি চরিত্রকে দেখানো হয়েছে তাদের জীবনের যুদ্ধটা আলাদা ঠিকই, কিন্তু তাদের চারজনের জীবন একই সুতোয় গাঁথা। কিন্তু সেই সমস্যার থাকা সত্ত্বেও হার মানতে রাজি নন তারা। এখানে ছবির চার চরিত্রের নাম প্রতীক্ষা, আয়েশা, শ্রীকান্ত মুন্সি ও সাহেব ভট্টাচার্য। প্রতীক্ষার চরিত্রে দেখা গিয়েছে বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিনকে, কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন শ্রীকান্ত মুন্সির ভূমিকায়, অরিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা গিয়েছে সাহেব ভট্টাচার্যকে ও আয়েশার চরিত্রে অভিনয় করেছেন অনিন্দিতা বসু।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সাহেব ভট্টাচার্য, তাসনিয়া ফারিন ও অনিন্দিতা বসু।  প্রিমিয়ারে হাজির হয় ছবি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেছেন, "প্রথম ছবি হিসেবে এর থেকে বেটার এক্সপিরিয়েন্স তিনি আশাই করতে পারেননি। নিজের প্রত্যাশার থেকে অনেক ভাল ফল পেয়েছেন। কাজের পরিবেশও খুব ভাল ছিল। ছবিতে তার চরিত্র অর্থাৎ প্রতীক্ষা জীবনের জার্নির গল্প দেখানো হয়েছে। যা হয়তো অনেকেরই ভাল লাগবে।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...