শিশুমনের কথায় ‘মন- দ্য সিক্রেট সেলফ’

শিশুর মন। সে মন যেমন সহজ তেমনি পরিবেশ পরিস্থিতিত চাপে তা জটিল আকারও নিতে পারে। অস্থিরতা, উদ্বেগ, নিরাপত্তাহীনতা, ভালবাসা হারানোর ভয় তাকেও ঘিরে ধরতে পারে। তাই সাহচর্য, যত্ন ভালবাসার সঙ্গে রাখা চাই শিশুর মনের খবর। শিশু মন নিয়ে চায় পরিবার এবং প্রিয়জনের সচেতনতা, বিশেষ করে শিশুর বাবামায়ের। এমন বিষয় উঠে এসেছে স্বল্প দৈর্ঘ্যের ‘মন- দ্য সিক্রেট সেলফ’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন সুজয় চট্টোপাধ্যায়। ছবির কেন্দ্রে সাত বছরের এক শিশুকন্যা। সেই ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী দর্শিনী চট্টোপাধ্যায়।

ছবিটি ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ইন্দো-ফরাসী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, শিকাগো চলচ্চিত্র উৎসব, VAIFF-এ দেখানো হয় ছবি।

নন্দনে-৩ প্রেক্ষাগৃহে সম্প্রতি অনুষ্ঠিত হয় স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘মন- দ্য সিক্রেট সেলফ’ ছবির স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন অরুণ বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ চলচ্চিত্র জগতের বহু বিশিষ্টজন।

বিশিষ্ট চিত্রপরিচালক ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় জানান, এই ছবিতে শিশু মনস্তত্বের এক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। পৃথিবীর অন্যান্য দেশে ‘পেরেন্টিং’ গুরুত্ব পায়। বাবা-মা কীভাবে শিশুদের বড় করছে তারওপর শিশুর ভবিষ্যৎ নির্ভর করে। এখানে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। 

ছবির বিষয় স্পর্শকাতর হলেও অচেনা নয়। চারপাশের দিকে সচেতন চোখে তাকালে চোখেও পড়ে। অভিজ্ঞতার গল্প শোনা যায়। সহজ ভাষায় এগিয়েছে ছবি। ছবিতে সঙ্গীতের ব্যবহার আলাদা উল্লেখ্যের দাবী রাখে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...