বাংলায় প্রথমবার সিটকম ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছে পরিচালক ইন্দ্রনীল বন্দোপাধ্যায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তার চরিত্রের নামও খুব মজাদার। নাম ধনেশ্বর পাচাল। সিরিজে তিনি একজন বাড়ি মালিকের ভূমিকায় অভিনয় করেছেন। আর তাদের ভাড়াটিয়ার ভূমিকায় দেখা যাবে অর্ক ভট্টাচার্য, সাম্য সমাদ্দার, সুমিত প্রামাণিক, শুভাশিস শিকদার ও শৌনক রায়। ছবির গল্প লেখা হয়েছে বাড়ি মালিক ও বাড়ির ভাড়াটিয়াকে কেন্দ্র করে। দেশের অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই ধরনের গল্প নিয়ে আগেও কাজ হয়েছে। কিন্তু বাংলায় এই প্রথম।
সিরিজের গল্পে উত্তর কলকাতার এক মেস বাড়ির বৃদ্ধ মালিককে দেখানো হয়েছে। তার প্রিয় দুই জিনিস হল বাংলা সিরিয়াল ও বাংলা মদ। তার বাড়িতে পাঁচ জন ভাড়াটে থাকে। যাদের নাম হল জিকো, প্রভু, সোনি, মহেন্দ্র ও প্রদীপ। ধনেশ্বর পাচাল ও বাড়ি ভাড়াটিয়াদের নিয়ে মজাদার গল্পে বিভিন্ন হাস্যকর ঘটনা ঘটতে দেখা যায়। তবে হাস্যকর এই ঘটনাগুলি দেখতে হলে 'পাঁচফোড়নস' ওয়েব সিরিজটি দেখে নিতে হবে 'মোজোপ্লেক্স'-এর পর্দায়। এই ওয়েব সিরিজের প্রযোজনা করেছেন মহুল সিংহ। ইউনিটি পিকচার্সের ব্যানারে আসছে এই ওয়েব সিরিজ। চলতি বছরেই মুক্তি পাবে 'পাঁচফোড়নস' ওয়েব সিরিজটি।