নো প্লাসটিক জোন

“পরিছন্নতাই পরিচয়, যত্র তত্র আবর্জনা নয়”- প্লাসটিক বর্জন করার এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপলক্ষে সেজে উঠেছে তাদের পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮-র অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন সলোপ মঠবাগান সংঘের সদস্যরা। উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি চঞ্চল ভট্টাচার্য, অ্যঃ সেক্রেটারি আশিস মুখার্জী ও সাধারণ সদস্য কার্তিক কারার। সঞ্চালিকা রিয়ার সাথে তাঁদের পুজোর ব্যাপারে জানলাম আমরাও। ২৬ বছরের পুজো হলেও ১৩৬০ সালে ৭টি গ্রামকে নিয়ে তৈরী হয় এই ক্লাব। সেই থেকে আজ অবধি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে নিজেদের নিমজ্জিত করে রেখেছেন তারা। প্রাথমিকভাবে সাবেকি পুজো করলেও বিগত ১০ বছর হল থিমে প্রবেশ করেছেন তারা। আর এই দশ বছরের যাত্রাপথে প্রাপ্তি হয়েছে অনেক পুরস্কার। পুজোর কটা দিন দর্শনাথিদের সুবিধার্থে থাকছে সিসিটিভি সার্ভিল্যান্স, থাকছে ডোমজুর থানার কড়া নজরদারী। তাছাড়াও সবসময় দর্শনার্থীদের সবরকম সাহায্যের জন্য থাকছে ২০০ ভলেনটিয়ার। চতূর্থীর দিন থেকে সমাজের বিভিন্ন গুনিজনদের দিয়ে উদ্বোধনের মাধ্যমে শুরু হবে তাদের এবছর পুজোর পথচলা। কোনা এক্সপ্রেসওয়ে হয়ে এনএইচ ৬ ধরে বেশ কিছুটা গেলেই একদম রাস্তার ধারে সলোপ মঠবাগানের পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...