মোবাইল ফোনে নির্মিত ওয়েব সিরিজ 'সেভেন্থ'

পরিচালক হিসেবে প্রথম বার মোবাইল ফোনে ছবি বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন পরিচালক অর্ণব রিঙ্গো বন্দোপাধ্যায়। তবে এবার মোবাইল ফোন ব্যবহার করে ওয়েব সিরিজ তৈরি করেছেন তিনি। নাম 'সেভেন্থ'। সম্প্রতি একটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সেই ওয়েব সিরিজ। প্যারানরমাল অ্যান্থোলজি নিয়ে ওয়েব সিরিজ আগে বাংলা হয়নি। সেটাই করে দেখিয়েছেন পরিচালক। সম্পূর্ণ সিরিজটি শ্যুটিং হয়েছে মোবাইল ফোনে। জঙ্গল, সমুদ্র, পাহাড়, মরুভূমি, শহর এবং পোড়ো বাড়িতে ছবির শ্যুটিং হয়েছে। যদিও এই প্রথম নয়, বাংলা সিনেমার দর্শকদের প্রথমবার ভিডিয়ো ক্যামেরায় তৈরি ছবি উপহার দিয়েছিলেন পরিচালক রিঙ্গো। ছবির নাম ছিল 'ক্রান্তি'। সেই সময় রিল ক্যামেরায় ছবি শ্যুটিং হতো। কাজ নিয়ে নতুনত্ব কিছু করবার ইচ্ছা পরিচালকের মধ্যে বরাবরই ছিল। তাই এবার ক্যামেরার বদলে মোবাইল ফোন। সম্প্রতি জিয়ো বাংলার পর্দায় এই ওয়েব সিরিজ শ্যুটিংয়ের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন পরিচালক।

রিং আ বেল ফিল্মস এবং ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের যৌথ প্রযোজনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন হানি বাফনা, রায়তি ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, অনিন্দ্য সরকার, অনিন্দ্য বোস, শ্রেয়া ভট্টাচার্য, অনিরুদ্ধ গুপ্ত, সান্ধ্যব চৌধুরী, জয় বন্দ্যোপাধ্যায়, উদয় শঙ্কর পাল, প্রদীপ চট্টোপাধ্যায়, আরজে সায়ন ঘোষ, অভিজিৎ সেনগুপ্ত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...