ত্রিধারা সম্মিলনীর খুঁটি পুজোর আঙ্গিনায় মুক্তি পেল 'গোত্র'র মনমাতানো গান 'রঙ্গবতী'

এই জন্মাষ্টমীতে দর্শক দরবারে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি 'গোত্র'। মুক্তি পেল ছবির দ্বিতীয় গান। গেয়েছেন সুরজিৎ এবং ইমন চক্রবর্তী। গান মুক্তি পেল একটু অন্য কায়দায়। ত্রিধারা সম্মিলনীর খুঁটি পুজোতে মুক্তি পেল 'রঙ্গবতী' গানটি। গানের সঙ্গে নাচলেন একঝাক নৃত্যশিল্পী। নাচলেন মানালি দে, নাইজেল আকারা, ওম, দেবলীনা কুমার। এক ঝলকে দেখে নিন কী চলছিল সেখানে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...