৭৩ বছর ধরে একছ্ত্র রাজত্ব

কলকাতার এতিহ্যের ধারক বাহক উত্তর কলকাতার পুরোণো পুজোর মধ্যে এক অন্যতম পুজো হলো রমেশ দত্ত স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। সেই ১৯৪৬ সাল থেকে কলকাতার বুকে দুর্গা পুজো করে আসছেন তারা। আর এই ঐতিহ্যশালী রমেশ দত্ত স্ট্রিট সার্বজনীনের সদস্যদের আমরা পেয়ে গিয়েছিলাম জিয়ো বাংলা শারদ  সম্মান ২০১৮-র অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির ভাইস প্রেসিডেন্ট শঙ্কর সরকার ও ২জন সদস্যা কাকলি রায় ও তৃপ্তি সরকার। সঞ্চালিকা অরণীর সাথে গল্পের ছলে জানলাম তাঁদের পুজোর বিষয়। কলকাতার বিভিন্ন ক্লাব যখন থিম পুজোর প্রতিযোগী তখন সাবেকিয়ানার ওপর ভর করে ৭৩ বছর ধরে উত্তর কলকাতার বুকে আজও রাজত্ব করে চলেছেন রমেশ দত্ত স্ট্রিট। পুজো ছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মে নিযুক্ত থাকেন তারা। তা সে নিম্নবিত্ত পরিবারের শিশুদের বিনামূল্যে পড়াশোনাই হোক বা বছরে একটি দিন সেই শিশুদের ঘুরতে নিয়ে যাওয়া, কোনে কিছুতে পিছিয়ে নেই ক্লাব কর্তৃপক্ষ। আর পুজোর কটা দিনই শুধু নয়, একাদশীর দিনও পাড়ার বাসিন্দাদের জন্য কখনও ফুচকা খাওয়া প্রতিযোগীতা, কখনও মোমবাতি জ্বালানো প্রতিযোগীতা আবার কখনও শঙ্খ প্রতিযোগীতার আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে। তাই উত্তর কলকাতার থিমের পুজো দেখতে দেখতে যদি কখনও সাবেকি পুজো দেখতে ইচ্ছা করো তাহলে ঘুরে আসতেই পারেন রমেশ দত্ত স্ট্রিটের পূজা মন্ডপ থেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...