রাজডাঙ্গা নবোদয় সংঘ

জিয়ো বাংলার  ষ্টুডিওতে  সঞ্চালিকা মনীষার সাথে আড্ডার ছলে পুজোর গল্প শোনাতে উপাস্থিত ছিলেন রাজডাঙ্গা নবোদয় সংঘের কমিটি মেম্বাররা| ছিলেন কমিটি মেম্বার প্রবীর ঘোষ, মহিলা সদস্য মধুমিতা ঘোষ ও শিল্পী অমরেশ রক্ষিত| এই বছর এই পুজো ৩০ বছরে পদার্পণ করলো| প্রথমাবস্থায় এই পুজো হত ক্লাব প্রাঙ্গনে সকলের সহযোগিতায় এই ঘরোয়া পুজোর সূত্রপাত| তারা দীর্ঘদিন ধরে সাবেকি পুজো করে আসছেন তারা, তবে এবার পালা কিছু বদলের তাই সময়কে সাথী করেই এবার তাদের প্রথম  থিমের পুজো| এবছর তাদের মন্ডপে গেলে দর্শক ছোট  নাগাল্যান্ড দেখতে পাবেন কারণ নাগাল্যান্ডের আদিবাসীদের জীবনযাত্রা ও তাদের নিত্যনৈমিত্তিক ঘটনাকে তুলে ধরছেন তারা, এবং তার সাথে সামঞ্জস্য রেখে তৈরী হচ্ছে প্রতিমা|  চতুর্থীর দিন  রাজডাঙ্গা নবোদয় সংঘের এই পুজোর শুভো উদ্বোধন| এই পুজোয় পৌঁছাতে হলে যেকোনো প্রান্ত থেকে অ্যাক্রোপলিস মলের ডান হাতের রাস্তা ধরে সামান্য হেঁটে গেলেই পৌঁছে যেতে পারেন রাজডাঙ্গা নবোদয় সংঘের পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...