‘ভেড়িয়া’র নেকড়েমানবের প্রশংসায় প্রসেনজিৎ

ভারতীয় সিনেমার পর্দায় প্রথমবার দেখা যাবে এক 'ওয়্যারউলফ' বা নেকড়ে মানবকে। পশ্চিমী দুনিয়ার জনপ্রিয় এই চরিত্রকে আমরা আগেও বহু হলিউডের ছবিতে দেখা গিয়েছে। বিখ্যাত এই চরিত্রকে কেন্দ্র করেই ভারতে নির্মিত হয়েছে একটি ছবি। যার নাম 'ভেড়িয়া'। আর ছবিতে 'ওয়্যারউলফ'-এর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। বেশ কয়েক মাস আগে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উৎসাহ বেড়েছে। বিশেষ করে ছবির 'ভি এফ এক্স'-এর কাজও খুব প্রশংসিত হয়েছে। সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধাওয়ান ছাড়াও উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলী ও টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির প্রচার অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ছবি ও বরণের অভিনয়ের প্রশংসা করেছেন প্রসেনজিৎ।

Promotion of upcoming Bollywood film Bhediya held at ITC Royal Bengal, Kolkata_13

ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কৃতী স্যানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক বন্দোপাধ্যায় ও পালিন কাবাককে। অমর কৌশিক পরিচালিত এই ছবি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু মুক্তি পাবে সারা বিশ্বে। ছবির প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। এই প্রযোজনা সংস্থাই আগে 'স্ত্রী', 'রুহি'র মতো হরর কমেডি ছবির প্রযোজনা করেছে। 'ভেড়িয়া' তাদের হরর কমেডি সিরিজের তৃতীয় সংযোজন। আগামী ২৫ ডিসেম্বর 3D ও 2D'তে মুক্তি পাবে এই ছবি।

Promotion of upcoming Bollywood film Bhediya held at ITC Royal Bengal, Kolkata_7

এটা শেয়ার করতে পারো

...

Loading...