বানতলা ধর্ষণ কান্ড অবলম্বনে নির্মিত হতে চলেছে পরিচালক কিংশুক দের ছবি 'দ্য রেড ফাইলস'। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগেও নারী নির্যাতন ঘটনাকে কেন্দ্র করে ছবি তৈরি হয়েছে। তবে এমন সত্য ঘটনার উপর ছবি খুব কম তৈরি। তাই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ রয়েছে। ছবিতে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাজ সরকার। তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ছবিতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তী ও কিঞ্জল নন্দকে। সম্প্রতি ছবির পোস্টার ও ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। সেই পোস্টার লঞ্চের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ বাকি কলাকুশলীরা। ক্যামেরার দায়িত্বে শুভদীপ নস্কর। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সৌম্য ঋত। ছবিতে শোনা যাবে নচিকেতার গান, কন্ঠে রয়েছেন সৌম্যঋত
এই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় ছবি ও নিজের চরিত্র সম্পর্কে জানিয়েছেন মুমতাজ সরকার। তিনি বলেছেন, ছবিতে একজন আই পি এস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। খুব র্যাফ অ্যান্ড টাফ একটা চরিত্র। যেটা আশা করছি সকল দর্শকের ভাল লাগবে।