পর্দায় আবার একসঙ্গে শ্রীলেখা-শিলাজিৎ

অনেক দিন পর আবার একসঙ্গে দেখা যাবে শ্রীলেখা মিত্র ও শিলাজিৎ মজুমদারকে। ছবির নাম 'ভূতে বিশ্বাস করেন?'। পরিচালক অজিতাভ বরাটের এই ছবিতে এক চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় দেখা যাবে শিলাজিৎকে। ছবিতে একের পর এক ভূতের গল্প বলতে দেখা যাবে শ্রীলেখাকে। তবে ভূত আছে নাকি অন্য রহস্য তা জানতে দেখতে হবে ছবিটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ও পোস্টার। আর ট্রেলার ও পোস্টার লঞ্চের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র ও শিলাজিৎ মজুমদার সহ ছবির বাকির কলাকুশলীরা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তাঁরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলাজিৎ মজুমদার বলেছেন, "ছবির গল্পে তিনি একজন চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে শ্রীলেখার চরিত্রটা সঙ্গে প্রথম দেখায় ভূতের ছবি বানানোর কথা বলেছিল। আর সেটাই এই ছবির গল্প।"

ছবিতে শ্রীলেখা মিত্র ও শিলাজিৎ ছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, কুশল চক্রবর্তী, অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায় মতো অভিনেতারা। ছবির গল্প লিখেছেন অজিতাভ, প্রিয়া ঘোষ ও অমৃতা কোনার। ছবির এডিট ও ভিএফএক্সের কাজও করেছেন অজিতাভ। গান গেয়েছেন রেশমি পোদ্দার ও পার্থ বন্দোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...