পাইলস ও ফিসচুলার সমস্যায় দেরীতে চিকিৎসা শুরু হলে কী কী জটিলতা দেখা দিতে পারে? রোগের প্রধান লক্ষণ কী? কতটা কাজ দেয় ঘরোয়া টোটকা? অস্ত্রপ্রচারের মাধ্যমে কীভাবে চিকিৎসা করা হয়? পরামর্শ দিলেন ডাঃ আশুতোষ নায়েক(Dr. Ashutosh Nayak , Advance Laproscopic surgeon, and laser proctologist)
পাইলস ও ফিসচুলার কী?
পাইলস রোগে মূত্রনালী থেকে painless bleeding হয়। মূত্রত্যাগ করার সময় মূত্রের সঙ্গে প্রচুর পরিমাণে bleeding হয়।
ফিসচুলা হলো শরীরের দুটি অংশের মধ্যে অস্বাভাবিক সংযোগ, যেমন একটি অঙ্গ বা রক্তনালী । ফিসচুলা সাধারণত আঘাত বা অস্ত্রোপচারের ফলে হয়। যদি এর সঠিক চিকিৎসা না হয়, তবে মলদ্বারে ফোড়া তৈরি হতে পারে। এর ফলে মলদ্বারে পুঁজ, প্রচণ্ড ব্যথা এবং ফোলাভাব হতে পারে।
এই রোগের প্রধান লক্ষণ কী?
১। মলত্যাগ করার সময় রক্তক্ষরণ
২। মলদ্বারে যন্ত্রণা
৩। মলত্যাগ করার সময় পুঁজ বের হওয়া
এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?
১। দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে
২। প্রয়োজনীয় ওষুধ খেতে হবে
৩। ডায়েট অনুযায়ী খাবার খেতে হবে
৪। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে
৫। প্রয়োজনে অস্ত্রোপচার করতে হবে
৬। লেজার সার্জারি করতে হবে
পাইলস ও ফিসচুলার সমস্যায় দেরীতে চিকিৎসা শুরু হলে কী কী জটিলতা দেখা দিতে পারে?
সঠিক চিকিৎসা না হলে রোগ জটিল হতে পারে। এটি শরীরের পক্ষে ক্ষতিকর।
কোন বয়সে এই সমস্যা দেখা দেয়?
প্রাপ্তবয়স্ক মানুষদের এই সমস্যা বেশি দেখা দেয়। কিন্তু বাচ্চাদের ৭ থেকে ৮ বছর বয়সে এই সমস্যা দেখা যায়।