কীভাবে বেছে নেবেন পারফেক্ট পাঞ্জাবি?

কীভাবে বেছে নেবেন পারফেক্ট পাঞ্জাবি? এই পোশাকের লেটেস্ট ট্রেন্ড কী? ধুতি-পাঞ্জাবীতে সাজলে কেমনভাবে সামলাবেন? কেমন হবে পোশাকের আদব-কায়দা? সব সমস্যার সমাধান জানালেন বিখ্যাত ডিজাইনার নিলয় সেনগুপ্ত

নিলয় সেনগুপ্ত জানিয়েছেন, আমাকে কেমন ভাল লাগবে- পারফেক্ট পাঞ্জাবি বেছে নেওয়ার ক্ষেত্রে এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদের সকলেরই এখন আছে। এতরকম চ্যানেল, ভিডিয়ো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যাশন সম্পর্কে সচেতন হয়ে উঠেছে মানুষ। তবে প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে ফ্যাশনের প্রথম কথা How to carry yourself. মানে তুমি নিজেকে কীরকম করে ক্যারি করছ। বেনারসির পাঞ্জাবি যদি কারও মনে হয় যে সে ক্যারি করতে পারছে না তাহলে অন্য কিছু বেছে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় খুব সাধারণ পাঞ্জাবি যেমন আদ্দি, মলমল বিয়েবাড়িতেও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে। তাই কোনটা সহজে ক্যারি করা যাবে কোনটা করা যাবে না সেই খেয়াল যেন থাকে।

যাদের একটু উচ্চতা কম তাদের সব সময় বেছে নিতে হবে যে এমন কালার যেখানে টপ আর বটম বেশি কনট্র্যাস্ট হবে না। মনে করা যায় পাঞ্জাবি পরলাম, তার সঙ্গে প্যান্ট অনেকে পরে বা ট্রাডিশনাল ধুতি পরে এমন ক্ষেত্রে খুব কনট্রাস্ট যেন না হয়। বরং একই ধরনের কালারে হলে ভাল। কনট্রাস্ট হলে শুদিঙ কোনও কালার নিতে হবে।

ওজন একটু বেশি ভারী চেহারার  হলে আমরা সবাই জানি ডিপ কালারে ভাল লাগে। সেক্ষেত্রেও কিন্তু অন্যরকম ভাবনা আছে। ভারী চেহারায় কালো বা ডিপ ব্রাউন পরলেও মোটা লাগতে পারে। আসলে রঙ সকলের জন্য। ভালভাবে ক্যারি করলে যে কোনও রঙ পরা যায়। উচ্চতা কম হলে লম্বা স্ট্রাইপ বেছে নিলে ভাল।

অনলাইনে ট্রায়াল দেওয়ার উপায় থাকে না, কিন্তু কীভাবে বেছে নেওয়া যায় পারফেক্ট পাঞ্জাবি? চেস্ট সাইজের ওপর নির্ভর করে অনলাইনে সমস্ত জামা কাপড়ের সাইজ। চেস্টের যা মাপ তার চেয়ে পাঞ্জাবির লুজ ফিটিংস ৪ ইঞ্চি বেশি হতে হবে। পাঞ্জাবির ক্ষেত্রে ৪০ মিনিমাম লুজ। যারা লুজ ফিট পরতে পছন্দ করে সে ক্ষেত্রে ৬ ইঞ্চি লুজ রাখা দরকার। যাদের মধ্য ভাগ ভারী তাদেরও ৬ ইঞ্চি লুজ রাখতে হবে।

নিলয় সেনগুপ্ত একাধারে ডিজাইনার একাধারে শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার। বিখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা বিশ্বাস তাঁর গুরু। ফ্যাশনের দুনিয়াতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা। ওয়েস্ট বেঙ্গল খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ডের ডিজাইনার ছিলেন বহুদিন। তাঁর কর্মক্ষেত্র পরিধি বহুমুখী। তাঁর ডিজাইনও সেভাবে প্রভাবিত হয়েছে। এমব্রয়ডারি, কাঁথা, জারদৌসি ইত্যাদিতে কাজ করেন। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। ফেস্টিভ্যাল ব্রাইডাল কালেকশনে জারদৌসি, কাঁথা, জামদানি আছে তাঁর। ধুতি, পাঞ্জাবি, কাঁথা, চাদর, উত্তরীয় আছে। লুক নিয়ে নানা রকম পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন কিন্তু কখনই ঐতিহ্যর বাইরে যান না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...