পয়লা বৈশাখে কেমন হবে উৎসবের সাজ?

পয়লা বৈশাখে কেমন হবে উৎসবের সাজ? এবারের বৈশাখী সাজের কী চলছে ট্রেন্ড? চড়া গরমেও কীভাবে ঠিক থাকবে মেকআপ? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নিবেদিতা সরকার (Nibedita Sarkar, Professional Makeup Artist)  

পয়লা বৈশাখ বাঙালি নববর্ষের প্রথম দিনে চিরাচরিত বাঙালি সাজই সবচেয়ে নজর কাড়ে। ট্র্যাডিশনাল লুকে মিশতে পারে আধুনিকতার ছোঁয়া। তবে প্রচন্ড গরম, শুষ্ক আবহাওয়ায় খুব বেশি সাজ, ভারি শাড়ি, ভারি গয়না ক্যারি করা মুশকিল। তাই ছিমছাম স্নিগ্ধ সাজই ভাল।

মেকআপ আর্টিস্ট নিবেদিতা সরকার জানিয়েছেন, পয়লা বৈশাখে দিনের মেকআপ হবে হালকা। চোখে সরু কাজলের রেখা, হালকা শ্যাডো, হালকা লিপস্টিক আর সুতির শাড়িতেই সাজ সম্পূর্ণ হয়ে যায়। রাতের মেকআপ হবে গর্জাস। সেক্ষেত্রে একটু ভারি মেকআপ চলতেই পারে।

মেকআপের আগে দরকার স্কিন প্রিপারেশন। সঙ্গে শ্যাডো আর ডার্ক লিপস্টিক। কাজলের সঙ্গে চোখে লাইনার যাবে। গরমে মুখে হিট ৱ্যাশ বড় সমস্যা। এই সমস্যায় যারা ভুগছেন তাদের মেকআপ করার সময় আইস কিউব দিয়ে একটু বেশি সময় ম্যাসাজ করতে হবে। মেকআপ করার অন্তত আধ ঘন্টা আগে। শসার রসকে ঠাণ্ডা করে আইস কিউব বানিয়ে ফ্রিজে রেখে দিন। মেকআপের আগে প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ঘাম থেকে যেমন রেহাই মিলবে তেমনই হিট ৱ্যাশেও উপশম মিলবে। মেকআপ করার পরেও আইস কিউব ম্যাসাজ করতে হবে। মেকআপ করার টেকনিক যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে এরকম গলে পড়ার সম্ভাবনা থাকে না।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...