অস্টিওআর্থ্রাইটিস কেন হয়?

Degenerative Joint Disease বা অস্টিওআর্থ্রাইটিস কেন হয়? এই রোগের লক্ষণ কী? অস্টিওআর্থ্রাইটিস ব্যথা কমানোর উপায় কী? পরামর্শ দিলেন এমএস অর্থো ডাঃ অনুপম দাস (Dr Anupam Das, MS Ortho, AIIMS Delhi)

ডাঃ অনুপম দাস জানিয়েছেন, Degenerative Joint Disease বা অস্টিওআর্থ্রাইটিস যে নামেই ডাকা হোক না কেন অস্টিওআর্থ্রাইটিস আসলে Degenerative শব্দটি থেকেই আসছে। একটা বয়সে যখন হাড়, জয়েন্ট ক্ষয় হতে শুরু করে তখন অস্টিওআর্থ্রাইটিস হয়। আমাদের যে কোনও জয়েন্টে, বিশেষ করে হাঁটু আক্রান্ত হয়। হাড়ের কার্টলেজ ক্ষয়ে যায়। তখন একটি হাড় অপর হাড়ের কাছাকাছি চলে আসে। ব্যথা শুরু হলে তখনই রোগী চিকিৎসকের কাছে আসে।

সাধারণত ৩০-৪০ বছর বয়সের পর থেকে দেখা যায়। আগে বয়স্ক মানুষদের মধ্যেই এই সমস্যা দেখা দিলেও বর্তমানে জীবনযাত্রা বদলে যাওয়ার কারণে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে। পরিবারে এই রোগের ইতিহাস থাকলে আরও কম বয়সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। হঠাৎ করে গাঁটে যন্ত্রণা দেখা দেয়। দীর্ঘক্ষণ বিশ্রামের পর পা ফেলার সময় ব্যথা অনুভব হয়। প্রাথমিক পর্যায়ে কিছুক্ষণ হাঁটা চলার পর সেই ব্যথা কমেও যায়।

সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যথার ধরন বদলে যায়। জীবনযাত্রা ছাড়াও আরও বেশ কয়েকটি কারণে এই রোগ ভোগাতে পারে। মা বাবার অস্টিওআর্থ্রাইটিসে র ইতিহাস থাকলে সন্তানও আক্রান্ত হতে পারে। অত্যাধিক ওজন হলে হাঁটুতে চাপ বেশি পড়ে তখন সেকেন্ডারি   অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারে। যা পোস্ট ট্রমাটিক হতে পারে।

খ্যাদ্যাভ্যাসের সঙ্গে এই রোগের কোনও সম্পর্ক নেই। তবে ওজন বেড়ে যায় এমন খাবার খেলে এই রোগে সমস্যা বাড়ে। কারণ যার যত বেশি ওজন তার হাঁটু তত বেশি হাঁটু ক্ষয়ের সম্ভাবনা বাড়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...