‘সার্কাস’ শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে ছোটবেলার অনেক স্মৃতি। আর সেই স্মৃতিই এবার সিনেমার পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকার। আসতে চলেছে তাদের নতুন ছবি 'সার্কাসের ঘোড়া'। সম্প্রতি ছবির মিউজিক লঞ্চ করেছে। মিউজিক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ বাকি কলাকুশলীরা।
ছবির গল্প সার্কাস নিয়ে। কাহিনিতে দেখানো হয়েছে, একটি ছোট শিশুর সার্কাসে যেতে চাইছে। আর তার দাদু তাকে সার্কাসে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পরিবারের অন্য সদস্যরা এই কাজে বাধা হয় দাঁড়িয়েছে। দাদু কী সত্যিই সার্কাসে নিয়ে যেতে পারবে নাতিকে। এই প্রশ্ন জানার জন্যে দেখতে হবে 'সার্কাসের ঘোড়া' ছবিটি।
মুখ্য ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত মতো অভিনেতা-অভিনেত্রীকে। ছবির প্রযোজনা করেছেন দেবাশীষ ঘোষ। চলতি বছরেই মুক্তি ছবিটি।