ওয়ান লেয়ার মেকআপ কী? কীভাবে করবেন ওয়ান লেয়ার মেকআপ?

ওয়ান লেয়ার মেকআপ কী? কীভাবে করবেন ওয়ান লেয়ার মেকআপ। স্কিন প্রিপারেশনে কী কী টুলস লাগে? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট গোবিন্দ বণিক।

মেকআপের অনেক ধরণ আছে, 'ওয়ান লেয়ার মেকআপ লুক' কিভাবে করা হয়? মেকআপ আর্টিস্ট গোবিন্দ বণিক জানিয়েছেন যে ওয়ান লেয়ার মেকআপে ব্লেন্ডিং প্যালেট ব্যবহার করলে সুবিধা হয়। তবে আলাদা আলাদা মেকআপ করলে বিভিন্ন ধরণের প্রোডাক্টস ব্যবহার করা হয়।

ওয়ান লেয়ার মেকআপে ক্রিমি প্রোডাক্টস গুলো ব্যবহার করতে হয়। প্রথমে পুরো মুখে ভালোকরে স্কিন প্রিপারেশন নিয়ে তারপরেই প্রোডাক্টসগুলো ব্যবহার করতে হবে।

এই ওয়ান লেয়ার মেকআপে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্লেন্ডিং। সেটার টেকনিকটা ভালো করে জানতে হবে।

একই প্রসেসের মধ্যে এই মেকআপটা করা হয়। কন্টুর, ফাউন্ডেশন সব কিছু দিয়ে তারপর ব্লেন্ডিংটা করতে হবে।

তাঁর মতে, প্রফেশনাল না হলে কেউ যদি নিজে এই মেকআপ করে তাঁর জন্য একটু কঠিন। ভালো ব্লেন্ডিং না হলে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে।

একটা গ্ল্যাম লুক দেয় বলে এই মেকআপ লুক পার্টিতে একদম চলবে।

ভালো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে স্কিন ভালো হবে। র‍্যাস, ব্রণ, এরকম সব সমস্যা দূর হবে। নকল প্রোডাক্টগুলোকে বুঝতে হবে।

এজিং ঢাকতে অনেকেই মেকআপ ব্যবহার করে। সেটা রোজ ব্যবহার করলে নরমাল হয়ে যাবে। তার সাথে প্রচুর পরিমানে জল, ফল সব খেতে হবে, তাতে স্কিন আরও সতেজ থাকবে।

মেকআপের আগে প্রথমে ভালো করে ক্লিনসিং করে সমস্তরকম স্টেপস করতে হবে। তারপর মেকআপ তোলার সময় রিমুভার দিয়ে ভালো করে তুলে ক্লিনসিং করতে হবে।

ওয়ান লেয়ার মেকআপে একটা ব্রাশ ব্যবহার করা যায় কিন্তু টেকনিকটা জানতে হবে।

প্রপার মেন্টেন করে মেকআপ করলে স্কিন হাইড্রেট দেখাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...