কৃতিমান দাশগুপ্ত | Episode 3 | স্কুল সুপারস্টার

কৃতিমান দাশগুপ্ত রসা রোডের বাসিন্দা কৃতিমানের বয়স যখন মাত্র তিন-চারে কোঠায় তখন থেকেই স্নায়ুর জটিল ব্যাধি 'অটিজম' আক্রান্ত সে। এহেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে কৃতিমান নিজেকে প্রমাণ করেছে একজন কৃতি ছাত্র হিসেবে। ডিপিএস রুবি-পার্ক এর এই পড়ুয়া সিবিএসসি পরীক্ষায় ৯২ দশমিক ৪ শতাংশ নম্বর পেয়ে নজির সৃষ্টি করেছে। শুধু পড়াশোনা নয় কৃতিমান রীতিমত 'অলরাউন্ডার' পড়াশোনা্র পাশাপাশি গানবাজনায়ও যথেষ্ট আগ্রহ রয়েছে তার। সে চর্চা করে ক্লাসিকাল মিউজিকের, বাজাতে পারেন সিন্থেসাইজার, তবলা, হারমোনিয়াম, মাউথ অর্গ্যান সব বেশ কিছু বাদ্যযন্ত্র। এমনকি কেরিয়ারে 'মিউজিক'-কেই প্রাধান্য দিতে চায় সে। ছবি আঁকা, দাবা খেলাতেও যথেষ্ট পারদর্শী সে। ভালবাসে ক্রিকেটও। কৃতিমানের এগিয়ে যাওয়ার পথে অন্যতম কাণ্ডারি তার মা। সন্তানকে নিজের 'বেস্ট' টা দেওয়ার জন্য তিনি করে ফেলেছেন অটিজম শিশুদের উপর একটি স্পেশাল ডিপ্লোমাও। কৃতিমানের এই কৃতিত্বে গর্বিত তার স্কুল, পরিবার, বন্ধুবান্ধব, সাধারণ মানুষ সাথে জিয়ো বাংলাও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...